বাংলাহান্ট ডেস্ক : রাজস্থানের (Rajasthan) টংক জেলার এক যুবক একসাথে বিয়ে করলেন দুই বোনকে। হারিওম মীনা নামের এই যুবকের কীর্তি এখন আলোচনার বিষয়বস্তু সোশাল মাধ্যমে (Social media)। পালিয়ে গিয়ে নয়, রীতিমতো আমন্ত্রণ পত্র ছাপিয়ে এই বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয় অতিথিদের। বিয়ের অনুষ্ঠানে অংশ নেন দুই পরিবারের আত্মীয়-স্বজন থেকে বন্ধু-বান্ধব সবাই।
উনিয়াড়া মহকুমার মরঝালার কুঁড়েঘর গ্রামের যুবক হারিওম এর বাড়ির লোক তার জন্য পাত্রী দেখছিলেন। নিওয়াই মহকুমার সিদ্দা গ্রামের বাসিন্দা বাবুলাল মীনার বড় মেয়ে কান্তার সাথে বিয়ে ঠিক হয় হারিওম এর। কিন্তু কান্তা জানান তার ছোট বোন সুমন মানসিকতা ভাবে সুস্থ নন। বোনের প্রতি বিশাল মাপের স্নেহ রয়েছে তার। তাই সে ও তার বোন একসাথে বিয়ে করবে হারিওমকে।
প্রথমে কান্তার এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিল ছেলের পরিবার। কিন্তু পরবর্তীতে কান্তা বলে সে তার ছোট বোনের সারা জীবন দেখভাল করতে চায়। অবশেষে এই বিয়েতে রাজি হয় হারিওম এর পরিবার। গত ৫ই মে ধুমধাম করে আয়োজন হয় বিয়ের। দুই বোন একসাথে হিন্দু বিবাহ রীতি মেনে বিয়ে করেন হারিওমকে। হারিওম জানিয়েছেন, তিনি বর্তমানে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তার বড় স্ত্রী কান্তা বিএড করেছেন। ছোট স্ত্রী সুমনের মানসিক সমস্যা থাকায় অষ্টম শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারেননি।
হারিওম বলেন, এই বিয়ে করার আগে তিনি তার বন্ধু-বান্ধবদের সাথে আলোচনা করেছেন। সবাই তাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। অনেকে আবার বিষয়টি নিয়ে মজাও করেছেন। তবে মানসিকভাবে এক দুর্বল মেয়ের দায়িত্ব নিয়ে মোটেও অখুশি নন হারিওম। উল্টে আত্মীয়-স্বজন থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা, প্রত্যেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।