‘এখনো কংগ্রেসেই আছি, বিজেপিতে যাচ্ছি না” অবশেষে মুখ খুললেন শচীন পাইলট

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী আর কংগ্রেসের রাজ্য সভাপতির পদ চলে যাওয়ার পীর শচীন পাইলট (Sachin Pilot) অবশেষে মুখ খুললেন। শচীন পাইলট (Sachin Pilot) বলেন, আমি এখনো কংগ্রেসেই (Congress) আছি, আর বিজেপিতে (Bharatiya Janata Party) যাচ্ছি না। মুখ্যমন্ত্রী গেহলটের বিরুদ্ধে যাওয়ার পর এটা নিয়ে চর্চা হচ্ছিল যে শচীন পাইলট জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো বিজেপির হাত ধরবে। কিন্তু সংবাদসংস্থা ANI অনুযায়ী, পাইলট এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি কংগ্রেস ছাড়ছেন না।

sachin gehlot

পাইলট বলেন, আমার উপর অভিযোগ তুলে বলা হচ্ছে যে আমি বিজেপির সাথে মিলে সরকার ভাঙার চেষ্টা করছি। বিজেপির সাথে আমার সম্পর্ক জুড়ে দেওয়া ভুল। আমি আমার দলের বিরুদ্ধে এমন কাজ করব কেন? উনি বলেন, আমি এখনো কংরেসেই আছি। আগামী পদক্ষেপের জন্য আমি আমার সমর্থকদের সাথে কথা বলব। পাইলট বলেন, আমি বিজেপিতে যাচ্ছি না। আমি এখনো রাজস্থানের জনতার জন্য কাজ জারি রাখব।

sachin

পাইলট বলেন, আমি কোন বিশেষ শক্তির দাবি করছি না। আমি শুধু এটাই চাই যে, সরকার নিজের প্রতিশ্রুতি পূরণ করুক। উনি বলেন, আমাকে উন্নয়নের কাজ করার সুযোগ দেওয়া হয়নি। পাইলট মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে অভিযোগ করে বলে, সরকারে আসার পর উনি নিজের কোন প্রতিশ্রুতিই পালন করেন নি। অফিসারদের বলে দেওয়া হয়েছে তাঁরা যেন আমার আদেশ না পালন করেন। উনি বলেন, আমার কাছে কোন ফাইলই পাঠানো হয় না।


Koushik Dutta

সম্পর্কিত খবর