হাড্ডাহাড্ডি ম্যাচে একটুর জন্য হার পাঞ্জাবের! প্লে অফের লড়াইয়ে টিকে রইলো যশস্বীর রাজস্থান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুই দলই চলতি আইপিএলে দুর্দান্তভাবে শুরু করেছিল যাত্রা। কিন্তু তারপর টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে আশঙ্কায় ছন্দপতন এবং পরপর ম্যাচ হার। দুই দলই বেশ কিছু ম্যাচে ২০০ রানের গণ্ডি পার করেও হারের মুখ দেখে। আজ যখন তারা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হলো তখন রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস দুই দলই আইপিএলের টিকে রয়েছে ঠিকই কিন্তু সেটা কেবলমাত্র খাতায়-কলমে। আজকের ম্যাচে যারা জয় পাবেন তারা কেবলমাত্র কাগজে-কলমে প্লে অফের লড়াইয়ের টিকে থাকবে এই কথা মাথায় রেখেই মাঠে নেমেছিল দুই দল।

আর সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রান তাড়া করে শেষ ওভারে গিয়ে দুই বল বাকি থাকতে চার উইকেটে রুদ্ধশ্বাস জয় পেলো সঞ্জু স্যামসনের রাজস্থান। তারা টিকে রইলো প্লে-অফে যাওয়ার লড়াইয়ে। কিন্তু এখন একমাত্র কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে কম রান রেট নিয়ে নিজেদের যাত্রা শেষ করলে তবেই পরবর্তী পর্যায়ে যাওয়ার সুযোগ পাবেন তারা।

পাঞ্জাব কিংসের জন্য গত ৯ বছরের মত এবারও হতাশার চিত্রটা একই রকম থাকলো। প্রীতি জিন্টার দল বহু বছর প্লে-অফের যোগ্যতা অর্জন করেনি। এবছর শুরুর দিকে পরপর ম্যাচ জিতে তারা বেশ ভালো আশা জাগিয়েছিল ভক্তদের মনে। কিন্তু টুর্নামেন্টের শেষ দিকে এসে তাদের বোলিং তাদের চূড়ান্ত হতাশ করে। আজকের ম্যাচেও চিত্রটা ছিল একই রকম। কবে তাদের এই দুরবস্থা কাটবে, সেই নিয়ে ভক্তদের প্রশ্নের উত্তর আপাতত পাওয়া যাচ্ছে না।

আজ ধর্মশালা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাবের টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। কিন্তু তাদের লড়াইয়ে ফেরায় স্যাম ক্যারান (৪৯), জিতেশ শর্মা (৪৪), শাহরুখ খান (৪১)। প্রথমদিকে ট্রেন্ট বোল্ট (১/৩৫) এবং পরের দিকে অ্যাডাম জাম্পা (১/২৬) ছাড়া বাকিরা প্রচুর রান বিলিয়েছেন। প্রথমবার মাঠে নেমে ফাস্ট বোলার নভদীপ সাইনি তিন উইকেট নিলেও ৪ ওভারে ৪০ রান দিয়েছেন।

রান তাড়া করতে নেমে বাটলার আজও শূন্য রানে ড্রেসিংরুমে ফেরেন। কিন্তু যশস্বী জয়সওয়াল (৫০) ও দেবদত্ত পাডিকল (৫১) অসাধারণ ব্যাটিং করে তাদের ম্যাচে ফিরিয়ে আনেন। একসময় অতি সহজেই জয়ের দিকে এগোচ্ছিল রাজস্থান। কিন্তু দুই তরুণ ভারতীয়র উইকেট হারানোর পরে একটু চাপে পড়ে গিয়েছিল তারা। কিন্তু গোটা মরশুমের মতোই শিমরণ হেটমায়ার আবার ত্রাতা হয়ে আসেন এবং ২৮ বলে ৪৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। রিয়ান পরাগও (২০) আজ ভালো ব্যাটিং করেছেন। শেষ ওভারে ৯ রান বাকি এমন অবস্থায় নিজের স্নায়ুর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে এই মৌসুমে ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ধ্রুব জোরেল (১০*) ম্যাচ শেষ করে দেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর