বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এর এলিমিনেটরে শতরান করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রজত পতিদার এই মুহূর্তে শিরোনামে রয়েছেন। বুধবার আইপিএলের এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলায় ৫৪ বলে ১১২ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। তার দল শেষপর্যন্ত লখনউকে ১৪ রানে পরাজিত করে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পেয়েছে। শুক্রবার এই ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে।
কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। মে মাসের এই সময়ে হয়তো তার মধুচন্দ্রিমা কাটানোর কথা ছিল নিজের সদ্য বিবাহিত স্ত্রীয়ের সাথে। এমন গল্পই উঠে আসছে তার ঘনিষ্ঠ মহল থেকে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইপিএল মেগা নিলামে প্রথমে তাকে নিয়ে কোনও দল আগ্রহ দেখায়নি। আর আইপিএল চলাকালীন দেশে অন্যান্য ক্রিকেটীয় টুর্নামেন্টগুলিও স্থগিত ছিল। ফলে এমন পরিস্থিতিতে রজত পতিদারের পরিবার তার বিবাহ সম্পন্ন করতে চেয়েছিল। কিন্তু মে মাসে বিয়ের পিঁড়িতে বসা রজতের কপালে ছিল না।
এপ্রিলে মাসেই তার কাছে খবর আসে যে একজন চোটগ্রস্থ ক্রিকেটারের বদলে আরসিবি তাকে দলে নিতে চায়। এই প্রস্তাব পেয়ে দুবার ভাবেনি রজত। চোটগ্রস্থ লাভনীত সিসোডিয়ার জায়গায় তাকে দলে জায়গা দেয় আরসিবি। কিছুদিনের মধ্যে প্রথম একাদশে সুযোগও চলে আসে। সুযোগ পেয়ে হতাশ করেননি মধ্যপ্রদেশের এই ক্রিকেটার। আগে কিছু ছোট অথচ কার্যকরী ইনিংস খেললেও এলিমিনেটরে শতরান করে নিজের খেলে দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলে নিয়ে যান রজত। তিনি ৭টি ম্যাচ খেলে ১৫৬.২৫ স্ট্রাইক রেটে ২৭৫ রান করেছেন।
রজত পতিদারের বাবা এক সাক্ষাৎকারে বলেছেন যে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে ৯ই মে বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল রজতের। সেইমতো সামান্য কিছু নিমন্ত্রিতদের তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছিল। কিছু এখন তা আর সম্ভব না হওয়ায় তার বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হবে রঞ্জি ট্রফির পর জুলাই মাসে।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট