পরছেন রক্তবস্ত্র, রুদ্রাক্ষের মালা, মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছেন রজতাভ দত্ত!

বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ের জন্য যতই জনপ্রিয় হন না কেন, রজতাভ দত্তকে (Rajatava Dutta) একডাকে মানুষ চেনেন মীরাক্কেলের বিচারক হিসাবে। দমফাটা হাসির জন্য বিখ্যাত রিয়েলিটি শো টিতে সিজনের পর সিজন ধরে বিচারকের দায়িত্ব সামলেছেন তিনি। পর্দার ভয় ধরানো খলনায়কের সঙ্গে বাস্তবের মানুষটার তফাৎ ধরা পড়ত তখনি। সেই রজতাভ দত্ত সম্পর্কেই একটি খবর শুনে মুষড়ে পড়েছেন অনেকে।

ধীরে ধীরে নাকি মানসিক ভারসাম্য হারাচ্ছেন অভিনেতা। রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা পরে থাকতেন তিনি। টলিপাড়ার অন্দরে কানাঘুঁষো শোনা যাচ্ছে, মানসিক সমস্যা দেখা দিয়েছে রজতাভর। কিন্তু এমনটা হল কী করে আর তাঁর ঠিক হয়েছেটাই বা কী?

rajatava dutta

জানা যাচ্ছে, একটি গ্রাম থেকেই যত ঘটনার সূত্রপাত। ওই গ্রামের কালী মন্দিরে পৌরোহিত্যের দায়িত্বে রয়েছেন রজতাভ। তারপর থেকেই তাঁর মানসিক সমস্যার শুরু। কি সমস্তটা গুলিয়ে গ? খোলসা করেই বলা যাক। অভিনেতা সম্পূর্ণ সুস্থই রয়েছেন। মানসিক সমস্যা তাঁর অভিনয়েরই একটা অংশ।

আসলে আগামীতে পরিচালক জয়দীপ রাউতের ছবি ‘জাগ্রতা’য় দেখা যাবে রজতাভকে। সাহিত্যিক বনফুলের ‘জাগ্রত দেবতা’ গল্প অবলম্বনে ছবিটি তৈরি হলেও পরিচালক নিজে কিছু কিছু পরিবর্তন এনেছেন চিত্রনাট্যে। ছবির গল্পের কেন্দ্রে একটি গ্রামের কালীমন্দির। প্রত্যেক বছর কালীপুজোর রাতে সেই গ্রামে কোনো না কোনো ব্যক্তি মানসিক ভারসাম্য হারায়। নয়তো দুর্যোগ নেমে আসে গ্রামের উপরে। এ বছরে কি মন্দিরের পুরোহিতের (এই ভূমিকায় রয়েছেন রজতাভ) পালা?

পরিচালক সংবাদ মাধ্যমকে বলেন, এখন সাহিত্য নির্ভর ছবি প্রায় হয়ই না। তাই তাঁর এই পরিকল্পনা। যদিও ছবির নাম সহ কিছু পরিবর্তন তিনি করেছেন। গল্পে রয়েছে শিব পুজোর কথা, সেটা তিনি ছবিতে করেছেন কালীপুজো। ঠাকুরনগরের একটি গ্রামে হয়েছে শুটিং। রজতাভ দত্তর পাশাপাশি ছবিতে রয়েছেন নিশাত ফারহান এবং অনুজয় চট্টোপাধ্যায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর