বাংলা হান্ট ডেস্কঃ ফের রাজীব কুমারকে নিয়ে নতুন বিতর্ক শুরু হল। সারদা মামলায় তথ্য প্রমাণ লোপাট করে আপাতত পলাতক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘনিষ্ঠ আইপিএস অফিসার তথা কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে। কিন্তু ওনার এখনো কোন হদিশ পাওয়া যায়নি। আরেকদিকে রাজীব কুমারের জন্য ধর্নায় বসা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও মুখে কুলুপ এঁটেছেন।
বিজেপির নেতাদের মতে, রাজীব কুমারকে লুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। কারণ রাজীব কুমার গ্রেফতার হলেই তৃণমূলের প্রভাবশালী নেতা, মন্ত্রীরা ফেঁসে যাবেন ২৫০০ কোটি টাকার সারদা কেলেঙ্কারিতে। এমনকি তৃণমূলের যুবরাজ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সারদা মামলায় ফেঁসে যাবেন বলে বিজেপির নেতাদের বক্তব্য। আর সেই কারণেই রাজীব কুমারের কোন হদিশ পাওয়া যাচ্ছেনা।
আরেকদিকে রাজ্য কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র বলেছেন, রাজীব কুমারকে হত্যার ছক করা হচ্ছে। কারণ রাজীব কুমার গ্রেফতার হলে অনেক প্রভাবশালী ব্যাক্তিদেরই জেলে যেতে হবে। রাজীব কুমারকে নিয়ে আপাতত রাজ্যের রাজনীতি তুঙ্গে। আরেকদিকে সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাজীব কুমারের ছুটির মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। আর এই নিয়েই আপত্তি জাহির করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
https://www.facebook.com/anupam.hajra.71/posts/179524019874940
আর এরই মধ্যে রাজীব কুমারকে খুঁজে বের করলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অনুপম হাজরা। তিনি ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘অবশেষে ক্লাস ফোরের সাধারণ জ্ঞানে খুঁজে পাওয়া গেলো রাজীব স্যারকে।” অনুপম হাজরার এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসির রোল। আরেকদিকে প্রশ্ন উঠছে, দুর্নীতি পরায়ণ পুলিশ কর্মীর ছবি বাচ্চাদের পাঠ্যক্রমে কি করে? বাচ্চাদের ছোট বেলা থেকেই যদি এরকম মানুষের আদর্শ স্মরণ করতে বলা হয়, তাহলে তো ওরাও বড় হয়ে রাজীব কুমারই হবে।