বাংলার রাজনীতিতে দলবদলের খেলা জমে উঠেছে। একই সাথে অভিনেতা, অভিনেত্রী ও খেলোয়াড়রা যেভাবে রাজনৈতিক পার্টিতে যোগদান করছেন তা দেখার মতো। এখন রাজনৈতিক পার্টিতে যোগদান নিয়ে তাজা খবর সামনে আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী দুটি বড়ো মুখ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। একই সাথে হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে বুধবার সকালে টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
সায়ন্তিকার তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেই খবর পাওয়া যাচ্ছে যে হিডকোর চেয়ারম্যান ও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। জানিয়ে দি, দলে নতুন মুখ আনা এখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক দকগুলির কাছে একবারে প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে।
সোমবার দিন বিজেপিতে যোগদান করেছেন শ্রাবন্তী চ্যাটার্জী। যার পরেই তৃণমূলে বুধবার দিন যোগদান করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূল কংগ্রেসে সায়নী ঘোষ, রাজ চক্রবর্তীর মতো সেলেবরা যোগদান করেছেন। অন্যদিকে রুদ্রনীল, হিরনের মতো অভিনেতাদের বিজেপিতে যোগদান করতে দেখা গেছে।প