কাশ্মীরেও আমাদের রোখা হয়নি, আর বাংলাতে আটকে দেওয়া হল! মমতাকে কটাক্ষ শাহনাওয়াজের

বাংলাহান্ট ডেস্কঃ প্রচারে বাধা পেলেন ডোমজুড়ে বিজেপি (bjp) প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। মিছিলের সম্মতি না মেলায় কোনা এক্সপ্রেস ওয়েতে অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। উত্তেজনা ছড়াল গোটা বাঁকড়া জুড়েই। পরিস্থিতি সামলাতে পুলিশের পাশাপাশি নামাতে হল RAFও।

বাংলায় নির্বাচনী প্রচার তুঙ্গে। নীল বাড়ি দখলের টার্গেটে কোমর বেঁধে লেগে পড়েছে তৃণমূল বিজেপি। প্রায় প্রতিদিনই বাংলায় প্রচার সারছেন কোন না শীর্ষ নেতৃত্বরা। সেইসঙ্গে মানুষের ঢলও দেখা যাচ্ছে রাস্তার দুপাশ দিয়ে। এরই মধ্যে ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে মিছিল করতে না দেওয়ায় কোনা এক্সপ্রেস ওয়েতে অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা।

রাজীব বন্দ্যোপাধ্যায় ও শাহনাওয়াজ হুসেনের নেতৃত্বে রবিবার বাঁকড়ায় মিছিল করার কথা ছিল বিজেপি সমর্থকদের। কোনা এক্সপ্রেস ওয়েতে জড়ো হয়ে খেজুরতলা দিয়ে তাঁদের বাঁকড়ায় মিছিল করার প্রস্তুতি নিয়েছিলেন বিজেপি সমর্থকরা। মিছিলের জন্য অনুমতি চেয়েও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মিছিলের জন্য অনুমতি না মেলায় কোনা এক্সপ্রেস ওয়েতে অবরোধ করেন বিজেপি সমর্থকরা। বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেন, কাশ্মীরেও আমাদের রোখা হয়নি, আর বাংলাতে আটকে দেওয়া হল।

BJP Flag 5

জানা গিয়েছে, যে রাস্তা দিয়ে বিজেপির মিছিল যাওয়ার কথা ছিল, সেই রাস্তায় উত্তেজনা হওয়ার আঁচ করতে পেরেছিল পুলিশ। সেই কারণেই বিজেপি মিছিলে সম্মতি দেয়নি নির্বাচন কমিশন। প্রথমে অবরোধ করলেও, পরবর্তীতে পুলিশে বোঝানোতে অবরোধ তুলে নেয় বিজেপি সমর্থকরা।

Smita Hari

সম্পর্কিত খবর