বদলে গেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ, বিজেপি নিশ্চিহ্ন, তবে রয়ে গেলেন বীর সাভারকার

বাংলা হান্ট ডেস্কঃ  আজই জল্পনার অবসান হতে চলেছে। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে সরে থেকে আজ ঘর ওয়াপসি হতে চলেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আজই তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন। তবে এই যোগদান পর্ব বাংলার বদলে হতে চলেছে ত্রিপুরায়।

২ মে ফল প্রকাশের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছিলেন রাজীববাবু। এমনকি বিজেপি ছাড়ার আগেই তিনি বিজেপি নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী তুলোধোনা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে গিয়েছেন। পাশাপাশি ওনাকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করতে দেখা গিয়েছে।

তখন থেকেই গুঞ্জন উঠেছিল যে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু, তৃণমূলের তরফ থেকে তেমন ইতিবাচক ইঙ্গিত না পেয়ে আর তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভের কথা ভেবে সেই সময় রাজীবের ঘাসফুল শিবিরে যোগ দেওয়া হয়নি।

অন্যদিকে, বিজেপি আবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে রাখার জন্য কেন্দ্রীয় কমিটিতে মাস খানেক আগেই পদ দিয়েছে। কিন্তু পদ পেলেও যে তিনি বিজেপিতে আর থাকছেন না, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন। আর ওনাকে পদ দেওয়া নিয়ে অনেক প্রশ্নও উঠেছিল।

একদিকে রাজীববাবুর যখন আজই তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উঠেছে, তখন আরেকদিকে প্রাক্তন মন্ত্রীর ফেসবুক পেজে বেশ বড় পরিবর্তন দেখা গিয়েছে। উনি কিছু আগেই ফেসবুকে কভার ছবি বদলে দিয়েছেন। সেখানে ওনার ছবি রয়েছে আর লেখা রয়েছে ‘মানুষের সাথে মানুষের পাশে।” তবে অবাক করা বিষয় হল, ওনার ফেসবুক প্রোফাইলে বিজেপির কোনও সভা বা নেতাদের ছবি নেই। এর থেকেই বোঝা যাচ্ছে যে, তিনি সব ছবি ডিলিট করে দিয়েছেন আগেভাগেই। তবে ওনার প্রোফাইলে শুধুমাত্র বীর সাভারকারের ছবি পাওয়া গিয়েছে। যা আবার ওনার নতুন দল তৃণমূলের কাছে দৃষ্টিকটু হতেই পারে।

Screenshot 2021 10 31 at 1.56.18 PM

Koushik Dutta

সম্পর্কিত খবর