বাংলা হান্ট ডেস্ক : জল্পনাই সত্যি হল। পশ্চিমবঙ্গের (West Bengal) নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রাজীব সিনহা (Rajiv Sinha)। তাঁর নাম আগেই সুপারিশ করেছিল রাজ্য সরকার। দীর্ঘদিন তাতে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এতদিনে সেই নামেই সিলমোহর দিল রাজভবন। নবান্নে সেই ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। এরই মধ্যে নতুন নির্বাচন কমিশনার পেল রাজ্য। বুধ অথবা বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ মে-র পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনার ছিলেন না। কবে নতুন রাজ্য নির্বাচন কমিশনার (WB Election Commissioner), আসবেন, তা নিয়েও উঠছিল প্রশ্ন। সেই নিয়ে রাজ্য এবং রাজভবনের মধ্যে সংঘাতও দেখা দেয়। রাজ্যপাল দ্বিতীয় এবং তৃতীয় নামও চেয়ে পাঠান বলে জানা যায়। প্রকাশ্যেই তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও রাজ্যপাল জানান, সঠিক সময়ই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয় গতমাসে। তার পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনারের পদ ফাঁকা ছিল। সেই নিয়ে বার বার প্রশ্ন ওঠে। রাজ্যের পক্ষত নাম পাঠানো সত্ত্বেও, রাজভবনের তরফে অনুমোদন মেলেনি বলে জানা যায়। শোনা যায়, রাজ্যপাল রাজীব ছাড়াও আরও বেশ কয়েকটি নাম চেয়ে পাঠান। তা-ও পাঠানো হয়। তার পরেও কেন দেরি, তা নিয়ে মুখ খোলেন স্বয়ং মমতা।
রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কিছু দিন আগেই তিনি বলেন, ‘পছন্দ না হলে ফাইল ফিরিয়ে দিন। সামনে পঞ্চায়েত নির্বাচন আছে। আমি মাথা নিচু করছি না। কোনও বার সমস্যা হয়নি। এই প্রথম হল। আশাকরি শুভবুদ্ধির উদয় হবে।’ এ নিয়ে রাজ্যপাল আবার বলেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’
ভারতীয় সংবিধানের ৩২৪(১) ধারায় নির্বাচন কমিশনকে রাজ্যে রাজ্যে বিধানসভা এবং লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়। সংবিধান সংশোধন হওয়ার পর ২৪৩-কে ধারায় রাজ্য নির্বাচন কমিশনকেও পঞ্চায়েত এবং পুর নির্বাচন পরিচালনার জন্য একই ক্ষমতা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারের প্রস্তাবিত নামে রাজ্য়পালের সম্মতি দেওয়াই প্রথা।
তবে এ সমস্ত কিছুই খাতায়-কলমে। তাই এক্ষেত্রে রাজ্যের নির্বাচন কমিশনার কী ভূমিকা নিচ্ছেন, তার উপর অনেক কিছু নির্ভর করে। এমনু ঘটেছিল মীরা পাণ্ডের ক্ষেত্রেও। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন রাজীব সিনহা। আজ অথবা কালই গ্রহণ করবেন নতুন দায়িত্ব।