মুখে মাস্ক, ৩ কোটির ল‍্যামবরগিনি নিয়ে রাস্তায় নামলেন সুপারস্টার রজনীকান্ত! ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ৬৯ এও একই রকম ফিট সুপারস্টার রজনীকান্ত (rajinikanth)। এই বয়সেও তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে সন্দেহ প্রকাশ করার অবকাশ থাকে না। রজনীকান্তের ছবি মুক্তি পাওয়ামাত্রই তা হয় সুপার ডুপার হিট। জনপ্রিয়তায় এখনও তাবড় তরুণ অভিনেতাদের হেলায় হারিয়ে দিতে পারেন ‘থালাইভা’।
সম্প্রতি রজনীকান্তের একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ছবিতে মাস্ক পরে একটি বিলাসবহুল ল‍্যামবরগিনি গাড়ি চালাতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর পরনে সাদা কুর্তা ও ধুতি। আসলে এই গাড়িটি তাঁর মেয়ে সৌন্দর্যের। নিজের বাড়ি থেকে কেলমবক্কমে ফার্ম হাউসে এই গাড়ি চালিয়ে গিয়েছিলেন অভিনেতা। তখনই তোলা হয় এই ছবি।

এরপর তামিল ছবি ‘আন্নাথে’ তে অভিনয় করতে দেখা যাবে রজনীকান্তকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শিবা। এছাড়াও এই ছবিতে রয়েছেন কীর্তি সুরেশ, মীনা ও খুশবু।
ছবির ঘোষনা করে একটি টুইটে জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ লেখেন, ‘আমার কেরিয়ারে একটি উল্লেখযোগ‍্য মাইলফলক। রজনীকান্তের অভিনয় দেখে অভিভূত হতাম আর এবার তাঁরই সঙ্গে স্ক্রিন শেয়ার করব, আমার জীবনের অন‍্যতম প্রিয় স্মৃতি হয়ে থাকবে।’ সেই সঙ্গে পরিচালক শিবাকেও ধন‍্যবাদ জানান অভিনেত্রী।


এছাড়াও পরিচালক লোকেশ কানাগরাজ পরিচালিত আরেকটি তামিল ছবিতে দেখা যাবে রজনীকে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন কমল হাসান। শেষবার দরবার ছবিতে দেখা গিয়েছিল রজনীকান্তকে। ২০০ কোটির ব‍্যবসা করলেও দর্শকমনে তেমন ছাপ ফেলতে পারেনি এই ছবি।

সম্পর্কিত খবর

X