রাজনীতিতে পা রাখার ঘোষণা করলেন সুপারস্টার রজনীকান্ত, আগামী বছর লড়বেন নির্বাচনে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) আগামী বছর তামিলনাড়ুতে হতে চলা বিধানসভা নির্বাচনে অংশ নেবেন। বৃহস্পতিবার রজনীকান্ত নিজেই এই বিষয়ে ঘোষণা করেন। রজনীকান্ত বলেন, আমি আলাদা দল বানাব আর ২০২১ এ তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নেব। তামিলনাড়ুতে মোট ২৩৪ টি বিধানসভা আসন আছে। আর আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন বেশ রোমাঞ্চকর হতে চলেছে। রজনীকান্তের আগে অভিনেতা থেকে নেতা হওয়ার কমল হাসানও নিজের দল লঞ্চ করেছেন। আর তিনিও আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন।

X