সংসার সুখের হয় পুরুষের গুণে! রাজকুমার রাওকে দিয়ে প্রতিদিন বাসন মাজান বাঙালি স্ত্রী পত্রলেখা

বাংলাহান্ট ডেস্ক: যুগ বদলাচ্ছে। মেয়েরা যেমন সংসার সামলে বাইরে কাজ করছে, তেমনি ছেলেরাও বাইরের কাজ সামলে ঘর গোছানোয় সাহায‍্য করছে। স্বামী স্ত্রীর সমান অবদানেই তো তৈরি হয় সংসার। একথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন এব‌ মানেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। তাই নিজের শুটিংয়ের চাপ সামলেও স্ত্রীকে সাহায‍্য করতে ভোলেন না।

গত বছরের নভেম্বর মাসে নিজেদের দীর্ঘদিনের সম্পর্কটাকে পরিণতি দিয়েছেন রাজকুমার ও পত্রলেখা। বাঙালি পরিবারের জামাই হয়েছেন অভিনেতা। এখন বেশ সুখেই সংসার করছেন দুজনে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাজকুমার নিজের বিবাহিত জীবন সম্পর্কে কিছু তথ‍্য ফাঁস করেছেন।

28rajkummar
রাজকুমার জানান, তাঁকেও ঘরের কাজ করতে হয়। এমনিতে বাড়িতে একদম সাধারণ রুটিন থাকে তাঁর। তাঁর অনস্ক্রিন আর অফস্ক্রিন চরিত্রের মধ‍্যে তেমন পার্থক‍্য নেই। তবে তাঁর একটু খুঁতখুঁতে স্বভাব আছে। তাই নিজে হাতে ঘর না গোছালে শান্তি হয় না। রাজকুমার বলেন, তাঁর স্ত্রী খালি বলেন সব হয়ে যাবে। তাই নিজেকেই হাত লাগাতে হয় তাঁকে।

রাজকুমার বলেন, ঘরে সবকিছু একদম নিখুঁত, পরিস্কার চাই তাঁর। ঘরের কাজের মধ‍্যে বাসন মাজা আর ঝাঁট দেওয়ার কাজ বেশি ভাল লাগে অভিনেতার। কারণ এই কাজগুলোর সঙ্গে তাঁর ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। মায়ের সঙ্গে প্রায়ই এসব কাজ করতেন তিনি।

বাঙালি মেয়ের সঙ্গে দীর্ঘ ১১ বছর ধরে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন রাজকুমার। পত্রলেখার পাল্লায় পড়ে তিনিও বাঙালি খাবার খেতে শিখে গিয়েছেন। বিশেষ করে কলকাতা কালীবাড়ির বাইরে যে ফুচকা বিক্রি হয় সেটা তাঁর সবথেকে বেশি পছন্দের বলে জানান অভিনেতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর