বাংলাহান্ট ডেস্ক: সমকালীন বলিউডের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে রাজকুমার রাও (rajkummar rao) একজন। কমেডি হোক রোম্যান্টিক যেকোনো চরিত্রের জন্য উপযুক্ত মুখ তিনি। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন বলিউডে। সে স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। অনবদ্য অভিনয় প্রতিভা দিয়ে লক্ষ লক্ষ অনুরাগীর হৃদয় হরণ করেছেন রাজকুমার।
তবে অভিনেতা হওয়ার সফরটা খুব একটা সহজ ছিল না। কঠোর পরিশ্রম তো ছিলই, এছাড়াও নিজের স্বভাব চরিত্রও কিছুটা পরিবর্তন করতে হয়েছিল তাঁকে। একবার এক টক শো তে এসে রাজকুমার নিজেই জানিয়েছিলেন ছেলেবেলায় ছোটখাট গুণ্ডা ছিলেন তিনি। যত বয়স বেড়েছে ততই অভিনেতা হওয়ার শখ মাথাচাড়া দিয়ে উঠেছে তাঁর। শেষমেষ একাদশ শ্রেণিতে এসে রাজকুমার ঠিক করেন, নাহ! অভিনেতা হতে হলে শৈশবের ওই স্মৃতিগুলো ভুলতে হবে।
সে বছরই রাজকুমারের সঙ্গে ঘটে যায় এক দুর্ঘটনা যে কথা এখনো মনে রেখে দিয়েছেন তিনি। কী সেই গল্প? একবার স্কুলের বাস্কেটবল কোর্টে একটি মেয়েকে খেলতে দেখেছিলেন রাজকুমার। তিনি ছিলেন শাহরুখ খানের বড় ভক্ত। তাই এমন দৃশ্য দেখে তাঁর মাথায় প্রথমেই আসে ‘কুছ কুছ হোতা হ্যায়’। নিজের ‘অঞ্জলি’ পেয়ে গিয়েছেন, এমনটাই ভেবে খুশি হয়েছিলেন রাজকুমার।
ডেটও করতে শুরু করেছিলেন দুজন। কিন্তু দূর্ভাগ্যবশত মেয়েটির একজন প্রেমিক আগে থেকেই ছিল। বাকি ঘটনা সকলে বুঝতেই পারছেন। ল কলেজ থেকে ২৫ জন ছেলে এসে ঝাঁপিয়ে পড়েছিল রাজকুমারের উপর। এদিকে পরিস্থিতি দেখে ভাল ছেলে হয়ে গিয়েছিলেন রাজকুমার। শুধু ওই মারমুখী ছেলেদের একটা কথাই বলেছিলেন তিনি, “আমার মুখে আঘাত কোরো না। আমি অভিনেতা হতে চাই।”
এগারো বছর আগে ‘লভ সেক্স অউর ধোঁকা’ ছবি দিয়ে বলিউডে সফর শুরু করেন রাজকুমার রাও। এরপর থেকে আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি তাঁকে। গ্যাংস অফ ওয়াসেপুর ২, সিটিলাইটস, আলিগড়, ট্র্যাপড, নিউটন, লুডো, হোয়াইট টাইগারের মতো ছবিতে অভিনয়ের জলবা দেখিয়েছেন রাজকুমার রাও।