কিছুতেই থামছে না “প্রতিপক্ষ” পাকিস্তান! পড়শি দেশের প্রসঙ্গে সেনাকে কী বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করে ভারত ও পাকিস্তান (India-Pakistan)। পরবর্তীকালে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ না উঠলেও, গত ফেব্রুয়ারি থেকে উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণরেখা বরাবর বৃদ্ধি পেয়েছে সংঘর্ষের ঘটনা।

ভারতের সাথে ছায়াযুদ্ধ পাকিস্তানের (India-Pakistan)

আইইডি বিস্ফোরণে গত ফেব্রুয়ারি মাসে প্রাণ যায় ২ সেনা জওয়ানের। গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) পুঞ্চে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে (India) প্রবেশের অভিযোগ ওঠে পাক সেনার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার নাম না করে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ’ চালানোর অভিযোগ তুললেন রাজনাথ সিংহ।

আরও পড়ুন : চাকরি হারানোর যন্ত্রণার মাঝেই পাওনাদারদের হামলা! চরম সিদ্ধান্ত ক্যানিংয়ের শিক্ষিকার

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh) বৃহস্পতিবার দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, ভারতের প্রতিপক্ষ ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পশ্চিম সীমান্তে। এরইসাথে দেশের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে ভারতীয় সেনার ভুয়সী প্রশংসাও শোনা যায় প্রতিরক্ষা মন্ত্রীর গলায়। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে গত মঙ্গলবার পাক সেনা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতও।

আরও পড়ুন : SSC কাণ্ডে নয়া মোড়! ‘যোগ্য’দের জন্য এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে কমিশন, হবে সুরাহা?

এই ঘটনার পর দেশের প্রতিরক্ষা মন্ত্রী নাম না করে দেশের পশ্চিম সীমান্তে ছায়াযুদ্ধ চালানোর অভিযোগ তুললেন পাকিস্তানের বিরুদ্ধে। সেনা কমান্ডারদের একটি সম্মেলনে বৃহস্পতিবার বক্তৃতা দিতে গিয়ে রাজনাথ সিংহ বলেন, জম্মু ও কাশ্মীরে ঘটে চলা একের পর এক পরিস্থিতি যেভাবে ভারতীয় সেনাবাহিনী সামাল দিচ্ছে তা প্রশংসনীয়। উপত্যকা অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ মোকাবিলায় ভারতীয় সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ের প্রসঙ্গও এদিন উঠে আসে রাজনাথের বক্তৃতায়।

Rajnath Singh comments India-Pakistan relationship.

গত মঙ্গলবারের ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি জারি করে জানায়, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক সেনাবাহিনী মঙ্গলবার ভারতে প্রবেশের চেষ্টা করে। সেই সময়ে কৃষ্ণঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি বৃষ্টি শুরু করে পাক সেনা। ভারতীয় সেনাবাহিনীর তরফেও পাল্টা জবাব দেওয়া হয়েছে তাদের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X