বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) আবারও দৃঢ় বার্তা দিলেন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরকে (PoK) ঘিরে। সোমবার মরক্কো সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি স্পষ্ট জানালেন, পিওকে দখল করার জন্য ভারতের কোনও আগ্রাসী পদক্ষেপের প্রয়োজন নেই। সময়ই প্রমাণ করবে যে, একদিন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ নিজেরাই বলবে—“আমি ভারতের অংশ।” রাজনাথের বক্তব্য, পিওকের বর্তমান পরিস্থিতি দ্রুত সেই দিকেই এগোচ্ছে।
রাজনাথ সিংয়ের কড়া বার্তা (Rajnath Singh)
প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) মনে করিয়ে দেন পাঁচ বছর আগের নিজের মন্তব্য। জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, “আমাদের পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালানোর দরকার নেই। ওখানকার মানুষ নিজেরাই একদিন ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলবে।” মরক্কো সফরে তিনি ফের সেই কথাই উল্লেখ করেন। রাজনাথ বলেন, “আজ পিওকের মানুষ পাকিস্তানের শাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ছেন। স্বাধীনতার দাবি তুলছেন, তাদের কণ্ঠে সেই স্লোগান আপনারাও শুনেছেন।”
আরও পড়ুন:GST-র নতুন হার লাগু হতেই পতঞ্জলির উপহার! সস্তা হল একাধিক পণ্য, জানুন দাম
এদিন রাজনাথ (Rajnath Singh) পিওকের মানুষের ক্ষোভের কথাও তুলে ধরেন। অভিযোগ অনুযায়ী, পাকিস্তান সেখানে ন্যূনতম চাহিদাগুলিও পূরণ করতে ব্যর্থ। নেই পর্যাপ্ত খাবার, শোষিত হচ্ছে জলের উৎস, প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে না, দ্রব্যমূল্য লাগামছাড়া। শিক্ষা ব্যবস্থার অবস্থা শোচনীয়, তার উপর বাড়তি করের বোঝা চাপিয়েছে ইসলামাবাদ। এর ফলে দিন দিন অসহনীয় হয়ে উঠছে জীবনযাত্রা। স্থানীয়দের একাংশ গত বছরই পাকিস্তানের শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেমেছিলেন। যদিও পাকিস্তানি প্রশাসন কঠোর হাতে সেই প্রতিবাদ দমন করে। এই প্রেক্ষাপটেই রাজনাথের বক্তব্য যে তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।
তবে শুধু PoK-র প্রসঙ্গেই সীমাবদ্ধ থাকেননি প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh)। পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারি শোনাতে গিয়ে তিনি স্পষ্ট বলেন, ভারত যে কোনও সময় ফের “অপারেশন সিঁদুর”-এর পরবর্তী ধাপ শুরু করতে পারে। তাঁর কথায়, “অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। পাকিস্তান যদি জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর বা সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করে, তাহলে দ্বিতীয় ও তৃতীয় ধাপ অবিলম্বে শুরু হবে। ভারত বিন্দুমাত্র দ্বিধা করবে না।”
আরও পড়ুন:SIR ঘিরে বিতর্কের মাঝেই ভোটের দিন ঘোষণা বিহারে, বাংলায় কবে?
রাজনাথ সিংয়ের (Rajnath Singh) এই মন্তব্য পাকিস্তানের প্রতি একটি কঠোর বার্তা। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিলেন, ভারতের লক্ষ্য আঞ্চলিক শান্তি বজায় রাখা হলেও, সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে কোনও আপস হবে না। PoK-র মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ এবং প্রতিবাদকে সামনে রেখেই প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যে আন্তর্জাতিক মহলেও আলোচনার ঝড় উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, তাঁর মন্তব্য ভবিষ্যতের ভূরাজনীতিতে নতুন দিক নির্দেশ করতে পারে।