বাংলা হান্ট ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার লাদাখের লেহ-তে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) নির্মিত ১২৫টি প্রকল্পের উদ্বোধন করেন। তিনি এটিকে শুধুমাত্র বিআরও-র ইতিহাসে এক বড় মাইলফলক নয়, সীমান্ত এলাকায় আধুনিক ও শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলার প্রতি কেন্দ্রীয় সরকারের অটল প্রতিশ্রুতির প্রতীক হিসেবেও বর্ণনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্পগুলো শুধু উন্নয়নের প্রতীক নয়, দেশের সীমান্তকে আরও দৃঢ় করতে সরকারের দ্রুত পদক্ষেপেরই পরিচয়।
লাদাখে রাজনাথের (Rajnath Singh) হাত ধরে ১২৫ টি প্রকল্পের উদ্বোধন:
লেহ-তে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh) দেশের সৈন্য ও বিআরও কর্মীদের অসীম ত্যাগ ও পরিশ্রমের কথা বিশেষভাবে উল্লেখ করেন। কঠিন আবহাওয়া, দুর্ভেদ্য পথ ও প্রবল প্রতিকূলতার মধ্যেও তারা যে নিরলস কাজ করে চলেছেন, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনাথ সিং বলেন, “১২৫টি বিআরও প্রকল্প এবং একটি যুদ্ধ স্মারক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করতে পেরে আমি গর্বিত। আমাদের সৈন্যদের সাহসিকতা ও বিআরও কর্মীদের অদম্য মনোবলই আজ দেশের অগ্রগতির চালিকা শক্তি।”
আরও পড়ুন: বাবার স্বপ্নপূরণে লক্ষ্যে অবিচল! ডাক্তারির পড়া ছেড়ে UPSC-তে ২ বার সফল হয়ে নজির মুদ্রার
লাদাখ অঞ্চলের কৌশলগত গুরুত্বকে তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh) বলেন, চিনের সীমান্তবর্তী এই অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি। তাই একসঙ্গে এত সংখ্যক প্রকল্পের উদ্বোধন নিজেই এক ঐতিহাসিক পদক্ষেপ। তিনি উল্লেখ করেন যে, ২০২৫ সালের মে মাসেই সরকার একই সাথে ৫০টি বিআরও প্রকল্প দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। এবার ১২৫টি প্রকল্প উদ্বোধন প্রমাণ করে যে সীমান্তে সংযোগ ও সামরিক প্রস্তুতি বাড়াতে কেন্দ্র সরকার যেভাবে দ্রুততার সঙ্গে কাজ করছে, তা নজিরবিহীন।
উদ্বোধন করা ১২৫টি প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ৯২০ মিটার দীর্ঘ শ্যোক টানেল, যা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দারবুক–শ্যোক–দৌলত বেগ ওল্ডি (ডিএস–ডিবিও) সড়কের অংশ। বিশ্বের অন্যতম কঠিন ও সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত এই রুটে টানেলের নির্মাণকে প্রতিরক্ষা মন্ত্রী “একটি প্রকৌশল বিস্ময়” বলে উল্লেখ করেন। তিনি বলেন, শ্যোক টানেল সারা বছর যোগাযোগ ব্যবস্থা চালু রাখবে, যেখানে তুষারপাত, বরফধস ও অত্যন্ত নিম্ন তাপমাত্রার কারণে আগে দীর্ঘ সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকত।

আরও পড়ুন:বাবার স্বপ্নপূরণে লক্ষ্যে অবিচল! ডাক্তারির পড়া ছেড়ে UPSC-তে ২ বার সফল হয়ে নজির মুদ্রার
এই টানেল এবং অন্যান্য প্রকল্পগুলো সেনাবাহিনীর চলাচল, লজিস্টিক সাপোর্ট এবং দ্রুত মোতায়েনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে জানান রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেন, সীমান্ত রক্ষায় মোতায়েন থাকা প্রতিটি জওয়ানের পিছনে দেশবাসীর অগাধ বিশ্বাস রয়েছে, আর এই উন্নত পরিকাঠামো সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করবে। বিআরও-র এই সাফল্য শুধুমাত্র জাতীয় নিরাপত্তাকে দৃঢ় করবে না, লাদাখসহ সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচন করবে।












