বাংলাহান্ট ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Shrivastav)। জিমে শরীরচর্চার মাঝেই হঠাৎ বুকে যন্ত্রণার অভিযোগ করে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজুকে। তাঁর শারীরিক পরিস্থিতি খুব একটা ভাল নেই বলেই খবর।
বুধবার দিল্লির এইমসে ভর্তি করা হয় রাজু শ্রীবাস্তবকে। এদিনই আরেক কৌতুকশিল্পী সুনীল পাল জানিয়েছিলেন, রাজুর শারীরিক পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল। তিনি বিপদ মুক্ত হয়েছেন। অনুরাগীদের প্রার্থনা করার আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার অন্য কথা শোনা গেল কৌতুকশিল্পীর মেয়ের মুখে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজু শ্রীবাস্তব কন্যা অন্তরা জানিয়েছেন, বাবার পরিস্থিতি এখনো সঙ্কটজনক। আইসিইউতেই রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকরা সেখানেই পর্যবেক্ষণ করছেন কমেডিয়ানকে। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আইসিইউতে স্ত্রী রয়েছেন কৌতুকশিল্পীর পাশে। সকলেই প্রার্থনা করছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।
বুধবার দিল্লির এক হোটেলের জিমে শরীরচর্চা করছিলেন কৌতুকশিল্পী। হঠাৎ করেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। ট্রেডমিল থেকে নীচে পড়ে যান রাজু। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কৌতুকশিল্পীর সহকারী সংবাদ মাধ্যমকে জানান, কয়েকজন রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল রাজু। তাই তিনি দিল্লিতে ওই হোটেলে থাকছিলেন।
কৌতুকশিল্পীর মেয়ে জানান, বিভিন্ন জায়গায় একা একাই যাতায়াত করতেন তিনি। তাই ঠিক করেছিলেন ফিট থাকতে শরীরচর্চা করবেন। নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করতেন রাজু। তাঁর হৃদযন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা ছিল না বলেই জানান মেয়ে অন্তরা। গোটা বিষয়টাতেই খুব চমকেছেন কৌতুকশিল্পীর পরিবারের লোকেরা।
প্রসঙ্গত, হিন্দি টেলিভিশন তথা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম কমেডিয়ানদের মধ্যে একজন রাজু শ্রীবাস্তব। একাধিক ছবি এবং টেলিভিশন শো তে কাজ করেছেন তিনি। স্টেজ শো দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন রাজু। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে।
বিগ বস ৩, নাচ বলিয়ে ৬ সহ কমেডি নাইটস ঊইথ কপিলেও অংশ নিয়েছেন রাজু শ্রীবাস্তব। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন কৌতুকশিল্পী।