রাজ্যসভা নির্বাচনেও জয়জয়কার বিজেপির, ৪১টি আসনের ১২টি পেল ‘ইন্ডিয়া’ জোট, ২০টি গেরুয়ার দখলে

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যসভার (Rajya Sabha) ৫৬টি আসনের মধ্যে ৪১টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে প্রার্থীরা। যারমধ্যে ২০জন প্রার্থীই বিজেপির (Bhartiya Janta Party)। এদিকে কংগ্রেসের ৬জন, তৃণমূল কংগ্রেসের ৪জন, YSR কংগ্রেসের ৩জন, RJD এবং BJD থেকে ২জন এবং NCP, শিবসেনা, BRS এবং JDU থেকে একজন করে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গুজরাট বিজেপি সভাপতি জেপি নাড্ডা ছাড়াও যশোবন্ত সিং পারমার, মায়াঙ্ক নায়ক এবং গোবিন্দভাই ঢোলাকিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রাজস্থান থেকে কংগ্রেসের সোনিয়া গান্ধী ছাড়াও বিজেপির চুন্নিলাল গারাসিয়া এবং মদন রাঠোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহারাষ্ট্র থেকে, বিজেপির মেধা কুলকার্নি এবং অজিত ঘোপচাড়ে, শিবসেনার মিলিন্দ দেওরা, প্রফুল প্যাটেল (এনসিপি) এবং চন্দ্রকান্ত হান্দোদে (কংগ্রেস) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উত্তরাখণ্ড থেকে বিজেপি প্রার্থী মহেন্দ্র ভাট, হরিয়ানার সুভাষ বারালা, ছত্তিশগড় থেকে দেবেন্দ্র প্রতাপ সিং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়। সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর এবং মহম্মদ নাদিমুল হকের নাম রয়েছে এই তালিকায়। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রার্থী সমীক ভট্টাচার্যকে (বিজেপি) বিজয়ী ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রদেশের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী ড. এল. মুরুগান, বাল্মীকি ধাম আশ্রমের প্রধান উমেশ নাথ মহারাজ, কিষাণ মোর্চার সহ-সভাপতি বংশীলাল গুর্জার, মধ্যপ্রদেশ বিজেপি মহিলা শাখার সভাপতি মায়া নারোলিয়া এবং কংগ্রেসের অশোক সিং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : অনুষ্কার কোলে দ্বিতীয় সন্তান, জন্মের পাঁচ দিন পর খবর দিলেন বিরাট কোহলি, ছেলে না মেয়ে ?

rahulmodi 882852048

এছাড়াও ওড়িশার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিজেডি-র দেবাশীষ সামন্ত এবং শুভাশীষ খুটিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অন্ধ্র প্রদেশের তিনটি আসনই জিতেছেন ওয়াইএসআর কংগ্রেসের জি বাবু রাও, ওয়াইভি সুব্বা রেড্ডি এবং এম রঘুনাথ রেড্ডি৷ তেলেঙ্গানায় কংগ্রেসের রেণুকা চৌধুরী ও অনিল যাদবকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিআরএস-এর ভি রবিচন্দ্রকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর