২১-এর বিধানসভা ভোটের আগে শক্তি বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন শাসক দলের সাংসদ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের শক্তি বাড়ল ভারতীয় জনতা পার্টির (BJP)। এবার রাজ্যসভার সাংসদ যোগ দিলেন বিজেপিতে। তামিলনাড়ু থেকে রাজ্যসভার সাংসদ শশিকলা পুষ্পা (Sasikala Pushpa) বিজেপির রাষ্ট্রীয় সচিব পি মুরলীধর রাও আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রাধাকৃষ্ণণ এর হাত ধরে রবিবার বিজেপিতে নাম লেখান। আপনাদের জানিয়ে রাখি, শশিকলা পুষ্পাকে তামিলনাড়ুর ক্ষমতায় থাকা আন্নাদ্রমুক (AIADMK) বহিষ্কার করেছিল।

রাজধানী দিল্লীতে আয়োজিত একটি সংবাদ সন্মেলনে শশিকলা-কে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত করে দক্ষিণের রাজ্য গুলোর জন্য দলের পর্যবেক্ষক মুরলীধর রাও ওনাকে আক্রমণাত্বক নেত্রী আখ্যা দেন। রাজ্যসভার সাংসদ হিসেবে শশিকলার কার্যভার কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।

২০১৬ সালে ডিএমকে সাংসদের সাথে বিবাদে যুক্ত হয়ে ওনাকে থাপ্পড় মারার পর শশিকলা বিতর্কে জড়িয়ে পড়েন। এরপর AIADMK সুপ্রিমো তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা ওনাকে দল থেকে বহিষ্কার করে দেন।

আগামী বছর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে নিজেদের শক্তি বাড়ানোর জন্য শশিকলাকে বিজেপিতে নেওয়া হয় বলে খবর। দিল্লীতে বিজেপির হেডকয়ার্টারে একটি প্রেস কনফারেন্সে মুরলীধর রাও শশিকলার দলে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

X