কখন পূর্ণিমা পড়েছে? এইবছর কোনদিন পালন করা হবে রাখিবন্ধন উৎসবে, জানুন বিস্তারিত

Published on:

Published on:

Rakhi Purnima when will Raksha Bandhan be celebrated this year know the details

বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর একদিন। তারপর রাখি পূর্ণিমার উৎসব (Rakhi Purnima)। শাস্ত্রের মতে শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন (Raksha Bandhan) উৎসব পালন করা হয়। এই উৎসবে মূলত ভাই বা দাদাদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন বোন অথবা দিদিরা। শুধুমাত্র যে এটি ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়। যেকোনো ব্যক্তির মঙ্গল কামনার জন্য তাদের হাতে রাখি বাঁধা যায়। পাশাপাশি গোটা দেশজুড়ে এই উৎসব পালন করা হয়। তো এ বছর কবে রাখি পড়েছে ও কখন পূর্ণিমা লাগছে সে বিষয়ে সবিস্তারে জানানো হল।

২০২৫ সালে কবে ও কখন পড়েছে শ্রাবনের রাখি পূর্ণিমা? (Rakhi Purnima)

পঞ্জিকা অনুসারে, চলতি বছর অগস্ট মাসের ৮ তারিখ দুপুর ২:১৩ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা। এই পূর্ণিমা (Rakhi Purnima) ছাড়বে আগামীকাল অর্থাৎ ৯ অগস্ট দুপুর ১: ২৫ মিনিটে। এই বছর রাখি বন্ধন উৎসব ৯ অগস্ট পূর্ণিমার সূর্যোদয়ের সময় পালিত হবে।

রাখি বন্ধনের শুভ যোগ: পঞ্জিকা অনুসারে শ্রাবণ পূর্ণিমার স্নানদান ৯ অগস্ট উদয় তিথিতে করা হবে। অতএব আপনি ৯ই অগস্ট ভোর ৫:৪৭ থেকে ২:২৩ পর্যন্ত রাখি পড়াতে (Rakhi Purnima) পারবেন। এছাড়াও শুভক্ষণ বলতে দুপুর ১২:০০ থেকে ১২:৫৩ মিনিট পর্যন্ত সময়কে ধরা হয়েছে।

Rakhi Purnima when will Raksha Bandhan be celebrated this year know the details

আরও পড়ুন: রাখিতে ভাইদের খুশি করতে, ইলিশ বা চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন এই তিনটি পদ, জানুন সহজ রেসিপি

শুভ ও অশুভ রাখি: অনেকেই না জেনে ভুল সময়ে রাখি (Rakhi) পরিয়ে ফেলেন। যেটি অত্যন্ত অংশুভ বলে মানা হয়। তাই চিন্তাভাবনা করে সঠিক সময়ে রাখি পড়ানো উচিত। পাশাপাশি রাখি কেনার সময় অনেকে চিন্তাভাবনা না করেই রাখি কেনেন। এর ফলেও অনেক সময় অশুভ কিছু ঘটনা ঘটে যায়। জ্যোতিষ বিদ্যার মতে রেশমের সুতো ব্যবহার করা যে রাখি গুলো থাকে সেগুলোকে শুভ বলে মনে করা হয়। আর এই রেশমের সুতোয় দেওয়ার রাখি গুলো ভাই অথবা দাদাদেরকে বাঁধলে তাদের উন্নতি ও খ্যাতি বাড়ে। আপনি যদি আপনার ভাই অথবা দাদাদের কথা মাথায় রেখে রাখি কেনেন তাহলে উল্লেখিত কিছু বিশেষ বিষয়গুলো মাথায় রেখে রাখি কিনুন।

(Disclaimer:এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টে-র।)