বাংলাহান্ট ডেস্ক: রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এমন একজন মানুষ যিনি কখন কী করে বসবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো সবাইকে চমকে দিয়ে নিকাহ করে বসেন, আবার কখনো ধর্ম, নাম বদলে হিজাব পরে নেন। কিন্তু রাখির ব্যক্তিগত জীবনটা যে মোটেই সুখের নয়, তা প্রায় সকলেই স্বীকার করবেন। এবারেও তাঁর নিকাহ নিয়ে দেখা দিচ্ছে একের পর এক সমস্যা।
পাপারাৎজির ক্যামেরার সামনে একাধিক বার ভেঙে পড়তে দেখা গিয়েছে রাখিকে। সম্প্রতি স্বামী আদিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তিনি বলেন, ‘আদিল আমাকে হুমকি দিচ্ছে যে ও আরো তিনটে বিয়ে করতে পারে। তাও আমাকে তালাক না দিয়েই। আমি ওর জন্য নিজের ধর্ম বদলে ফেললাম আর ও এখনো অন্য মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে’।
এখানেই না থেমে রাখি আরো বলেন, ‘আমার বিবাহিত জীবনের উপরে বড় বিপদ। আমি ভয়ে ভয়ে আছি যে কখন আমাকে তালাক দিয়ে দেবে। ও আমাকে বলে, তুমি মিডিয়ার সামনে সব কথা বলে দাও কেন? এমনটা না করলে হয়তো আমাকে ফ্রিজে পাওয়া যাবে’।
এরপরেই এক অজানা মহিলাকে উদ্দেশ্য করে রাখি বলেন, পুরুষ মানুষ তো এমনিই ‘কুত্তা’র মতো। সামনে গেলে কামড়াবেই। তুমি এক বিবাহিত মহিলার জীবন নষ্ট করছো। এখনো আমি তোমার নাম বলিনি। এরপর ছবি, ভিডিও সব ফাঁস করব’।
কিছুদিন আগেই আদিলের বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে রাখি বলেছিলেন, ওই মহিলা নাকি এখন আদিলকে ব্ল্যাকমেল করছেন। পাশাপাশি পাপারাৎজির কাছে একটি আর্জিও জানিয়েছেন রাখি।
তাঁর অনুরোধ, আদিলের যেন কোনো সাক্ষাৎকার না নেওয়া হয় বা তাঁকে যেন আরো বড় তারকা না আদিলের বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই মহিলা নাকি এখন আদিলকে ব্ল্যাকমেল করছেন। পাশাপাশি পাপারাৎজির কাছে একটি আর্জিও জানিয়েছিলেন রাখি।
তাঁর অনুরোধ, আদিলের যেন কোনো সাক্ষাৎকার না নেওয়া হয় বা তাঁকে যেন আরো বড় তারকা না বানানো হয়। কারণ আদিলকে লাইমলাইটে এনেছেন তিনি। রাখির দাবি, ইন্ডাস্ট্রিতে আসার জন্য তাঁকে ব্যবহার করেছেন আদিল। স্বামীকে মিথ্যুক বলে দাবি করেছেন তিনি সর্বসমক্ষে।