নিজের দুটো স্তন নাকি দান করছেন ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্ত!

বিতর্ক যেন কনো কালেই তার পিছু ছাড়েনা। আর তার থেকেও বড় কথা হলো তিনি চান না বিতর্কের সং ছাড়তে । তাই নিজের জীবনে এর আগে বহুবার বিতর্কের মুখোমুখি হয়েছেন বলিটাউনের ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্ত। নিজের পোশাক

, নিজের কথা, নিজের জ্ঞ্যান , নিজের বিয়ে নিয়ে, প্রেগন্যান্সি সব কিছু নিয়ে তিনি মন্তব্য করে বরাবরের মতন বিতর্কের মূল কেন্দ্রে রয়ে গেছেন। বলা ভালো একাধিক বার তাকে আক্রামনাত্মক ভাবে রেগে গিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।

https://www.instagram.com/rakhisawant2511/?utm_source=ig_embed

কখনো আবার ছাড়িয়েছেন শালীনতার সীমা।   আর এবার নাকি তিনি নিজের শরীরের অংশ দান করতে চান! কিন্তু কী সেই অংশ ? তা শুনলে অবাক হোয়ার পাশাপাশি চমকে যেতেও পারেন  কারন নিজের বুক ডোনেট করার কথা এর আগে খুব কম শোনা গেছে। বলে রাখা ভালো এই নিয়ে তিনি আবার বিতর্রাকের পাশাপাশি হাসির খোরাক হয়েছেন। তবে রাখি কিন্তু এই অর্গান ডোনেট করার পাশাপাশি বেজায় খুশি হয়েছেন।

রাখি সাওয়ান্ত দান করতে চান তাঁর স্তন  এভাবে তার ডোনেট করার ব্যপারটা সবার সামনে আসার পক্ষে  তিনি কনো লজ্জা বোধ করেনি। কিন্তু তার ভাষায়, ” আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ ‘স্তন’, আমি সেটা দান করে যেতে চাই । ার তিনি এও জানান যে এখনো অব্দি তিনি জানিয়েছে কাকে দেবেন এই অং তা এখনো নিজেই ঠিক করতে পারেন নি। তাই তার এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তিনি সবার কাছে আবার বিতর্কের কেন্দ্রে এসেছে।

সম্পর্কিত খবর