হিন্দু মেয়েকে জোর করে ধর্মান্তরিত করিয়ে নিকাহ! আদিলের নয়া কীর্তি ফাঁস করলেন রাখি

বাংলাহান্ট ডেস্ক: আদিল খান দুরানির (Adil Khan Durani) বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে চলেছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। গত বছর প্রেমিক আদিলকে নিকাহ করেছিলেন তিনি। বদলেছিলেন নিজের ধর্মও। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসে আদিলের আসল রূপ। স্বামীর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক অত্যাচার, আর্থিক প্রতারণা, পরকীয়ার মতো অভিযোগ এনেছেন রাখি। এবার আরো বড় এক অভিযোগ করলেন তিনি।

আদিল নাকি আগে থেকেই বিবাহিত ছিলেন। শুধু তাই নয়, এক হিন্দু মেয়েকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করে নিকাহ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার রাখির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন আদিল। এবার সংবাদ মাধ্যমের কাছে নতুন এক দফা অভিযোগ খাড়া করলেন অভিনেত্রী।

rakhi mother death

তিনি জানান, আদিলকে তিনি অনেক সুযোগ দিয়েছিলেন শুধরে যাওয়ার, কিন্তু আর নয়। কারণ তিনি অতি সম্প্রতি জানতে পেরেছেন আদিল আগে থেকেই বিবাহিত। তাঁর বিয়ে এবং বিচ্ছেদের সার্টিফিকেট হাতে পেয়েছেন বলে জানান রাখি। উপরন্তু তিনি এও জানান, আদিলের প্রাক্তন স্ত্রী তাঁকে ফোন করেছিলেন। তিনি দাবি করেছেন, তিনি হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু আদিল জোর করে তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে তারপর নিকাহ করেছিলেন।

এত কিছুর পরেও রাখি বলেন, তিনি এখনো আদিলকে ভালবাসেন। তাঁর কথায়, ‘ও আমায় মারতে মারতে বলত, ‘আমাকে হিরো বানাও’। আমাকে বলত, আমি যাতে সবাইকে বলি যে ও খুব বড় ব্যবসায়ী, আমাকে বাড়ি কিনে দিয়েছে। আর সেটা না বললে ও আমাকে বিয়ে করবে না, ভাল ব্যবহারও করবে না।’

rakhi sawant video

এখানেই শেষ নয়। রাখি জানান, আদিল তাঁকে এই বলে হুমকি দিতেন যে তিনি অন্য মেয়ের সঙ্গে শোবেন আর ভিডিও করে রাখিকে দেখাবেন, যাতে তাঁর হার্ট অ্যাটাক হয়। আদিল নাকি তাঁকে শাসিয়ে রেখেছিলেন, ওর বিরুদ্ধে গেলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ট্রাক ভাড়া করে রাখিকে পিষে মেরে ফেলবেন!

মঙ্গলবার ওশিওয়ারা থানার পুলিস এসে গ্রেফতার করেছে আদিলকে। রাখির আইনজীবী জানান, বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে আদিলকে। তিনি যেভাবে জামিনের আবেদন করবেন সেভাবেই পালটা ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে বলেও জানিয়েছেন রাখির আইনজীবী।

Niranjana Nag

সম্পর্কিত খবর