ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক! অসহায় মানুষদের সুবিধার্থে নেওয়া হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাহায্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারাত্মক ভূমিকম্পে (Turkey Earthquake) বিপর্যস্ত তুরস্ক। ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পটি তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে আঘাত হেনেছিল এবং প্রতিবেশী দেশ সিরিয়াতেও এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ে। এই ভূমিকম্পে পাঁচ হাজার জনের কাছাকাছি প্রাণ হারিয়েছেন, নিখোঁজ বা জখম হয়েছেন আরও বেশি। এবার সেই ভূমিকম্পে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নেওয়া হচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সাহায্য।

না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সরাসরি সাহায্য করছেন এমন কোন খবর এখনো অবধি পাওয়া যায়নি। কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন তুরস্কের তারকা ফুটবলার মেরহি ডেমিরাল। তুরস্কের জাতীয় দলের হয়ে খেলা ডিফেন্ডার একসময় রোনাল্ডোর সঙ্গে জুভেন্টাসে ইতালিয়ান লিগে খেলতেন। তখন থেকেই তাদের দুজনের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। এছাড়া ক্লাব এবং দেশের জার্সিতে রোনাল্ডোর বিরুদ্ধেও মাঠে নেমেছেন তিনি। সেখানে যদিও পর্তুগিজ মহাতারকা বেশিরভাগ সময় বাজি মেরেছেন।

demrial ronaldo

এবার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের মানুষদের নিয়ে ডেমিরালের সঙ্গে কথাও বলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরেই তুরস্কের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এক অভিনব উপায়ের কথা সামনে এনেছেন ডেমিরাল। তারা যখন জুভেন্টাসে একসঙ্গে খেলতেন, তখন রোনাল্ডোর কাছ থেকে একটি জার্সি চেয়ে তাতে পর্তুগিজ মহাতারকার স্বাক্ষরও নিয়ে রেখেছিলেন তুরস্কের ডিফেন্ডার।

এবার রোনাল্ডোর সই করা সেই জার্সিটি নিলামে তুলতে চলেছেন তিনি। ডেমিরাল সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, “আমি রোনাল্ডোর সঙ্গে কথা বলেছি এবং ও এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত দুঃখিত। আমরা আপাতত রোনাল্ডোর সই করা জার্সিটা অকশনে তোলার পরিকল্পনা করছি। সেই নিলাম থেকে সংগ্রহীত যাবতীয় অর্থ এই বিধ্বস্ত মানুষদের সাহায্যের কাজে লাগানো হবে।”

ডেমিরাল তুর্কি স্বেচ্ছাসেবী সংস্থা ‘আহবাপ’কে এই অর্থ ডোনেশন করার জন্য তার পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছেন। যদিও এখনো নিলামের দিনক্ষণ বা যাবতীয় বিস্তারিত তথ্য ও প্রকাশ্যে আসেনি। তবে রোনাল্ডোর নামে এই মহৎ কার্য হতে চলেছে যা নিয়ে অত্যন্ত খুশি গোটা বিশ্বের সিআরসেভেন ভক্তরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর