বাংলা হান্ট ডেস্ক: ড়াতে গুনে আর কয়েকটা দিন। তারপর এক সুতোয় বাঁধা ভাই বোনের দৃঢ় সম্পর্ক ও বোনকে যেকোনো পরিস্থিতিতে রক্ষা করার শপথ নিয়ে আসে রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan)। এই উৎসবে একদিকে যেমন প্রচুর খাওয়া দাওয়া হয় অপরদিকে হয় উপহার বিনিময়। আগত রাখি উৎসবে আপনি আপনার ভাই অথবা বোনকে কী উপহার দেবেন, তার কিছু আইডিয়া রইল।
রাখিবন্ধন উৎসবে ভাই বোনকে দিতে পারেন এই উপহার গুলো (RakshaBandan)
আগস্ট মাসে পড়েই গেল। হাতে গুনে আর কয়েকটা দিন। তারপর রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan)। এই দিন শৈশবের সমস্ত স্মৃতি তাজা হয়ে ওঠে এক নিমেষে। এই রাখি বন্ধন (Raksha Bandhan) শুধু যে একটা উৎসব তা কিন্তু নয়। এ একে অপরকে রক্ষা করার উৎসব। এই উৎসবে বোন যেমন ভাইকে রাখি পড়ায়। তখন বোন ভাই অথবা দাদাদের কাছ থেকে উপহার পাওয়ার অপেক্ষায় থাকে। এবার আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না আপনার ছোট ভাই অথবা বোনকে এই অনুষ্ঠানে কি উপহার দেবেন। আপনাদের জন্যই রইল কিছু গিফট আইডিয়া।
আরও পড়ুন: একঘেয়ে চিলি চিকেন বা দো-পেয়াজা খেয়ে অরুচি মুখে? বাড়িতে অল্প সময়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি
১) বাজেট অল্প থাকলে পছন্দের চকোলেটের প্যাকেট দিতে পারেন। দিতে পারেন রঙিন হেয়ার ক্লিপ। যা ব্যবহারযোগ্য এবং চটজলদি উপহার।
২) ভাই অথবা বোন যদি গান শুনতে ভালো বাসে, তাহলে এই উৎসবে আপনি তাকে ব্লুটুথ হেডফোন দিতে পারেন।
৩) আপনার ভাই বা বোন যদি ফিটনেস পাগল হয় । তাহলে তাকে এই রাখি উৎসবে দিতে পারেন ফিটনেস ব্যান্ড।
৪) আর কিছু দিন পর পুজো। আপনি চাইলে এই রাখি বন্ধন উৎসবে আপনার ভাই বা বোনকে জামা কিনে দিতে পারেন।