বাংলাহান্ট ডেস্ক: স্কুল থেকেই যৌন শিক্ষা (Sex Education) জরুরি। যৌনতা নিয়ে এত রাখঢাক না করে বরং সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত যৌনতা নিয়ে আলোচনা করা উচিত। আর সূত্রপাতটা হওয়া দরকার স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের দিয়েই। এমনটাই মত অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের (Rakul Preet Singh)।
যৌনতার বিষয়ে পাশ্চাত্যের দেশগুলি যতটা আধুনিক হয়েছে, ভারত তথা প্রাচ্যের দেশগুলি এখনো পর্যন্ত ততটা হতে পারেনি, একথা সকলেই স্বীকার করবেন। এ দেশে যৌনতা নিয়ে ছুঁতমার্গ রয়েছে। নিষেধাজ্ঞার বাঁধন ভেঙে বেরিয়ে আসার চেষ্টা অবশ্য চলছে। আর একই মত প্রকাশ করলেন রকুল।
খুব শীঘ্রই ‘ছাতরিওয়ালি’ ছবিতে দেখা যাবে রকুলকে। একজন কন্ডোম পরীক্ষকের ভূমিকায় অভিনয় করছেন তিনি মূলত হাসির মোড়কে সামাজিক বার্তা দেবে ছবিটি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এমন একটি চরিত্র হয়তো আগে হলে কোনো মূলধারার ছবির নায়িকা করতে রাজি হতেন না। কিন্তু সময় বদলেছে। এখন এমন চরিত্রের জন্য মহিলাদেরও প্রস্তাব দেওয়া হচ্ছে।”
রকুল আরো বলেন, এখন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। যেমন জনসংখ্যা নিয়ন্ত্রণ আর সেই সংক্রান্ত আরো বড় সমস্যাও হয়। আর তাই মানুষকে সঠিক শিক্ষাটা দেওয়া উচিত। রকুলের বক্তব্য, যৌনতা এখনো একটা ট্যাবু হয়ে রয়েছে অনেকের কাছেই। তিনি বলেন, “প্রতিটি স্কুলে পড়ুয়াদের সুরক্ষিত যৌনতা দিয়ে শিক্ষা দেওয়া উচিত। কারণ এট খুবই স্বাভাবিক একটা ঘটনা যেটার উচিত অনুচিত নিয়ে সঠিক শিক্ষা দরকার।”
নিজের আসন্ন ছবি ‘ছাতরিওয়ালি’ সম্পর্কে রকুল বলেন, একটা স্পর্শকাতর বিষয়কে হাসির মোড়কে মুড়ে পারিবারিক ছবির রূপ দেওয়া হয়েছে। তাই অভিভাবকদের সঙ্গে বসে ছবিটি দেখলেও কোনো দৃশ্য বা সংলাপের জন্য অস্বস্তিতে পড়তে হবে না।