বাংলাহান্ট ডেস্ক: মামলায় উঠে এসেছে রকুল প্রীত সিংয়ের (rakul preet singh) নাম। NCB কে দেওয়া ২৫ জন বলিউড তারকার মধ্যে রয়েছে রকুলের নামও। আর এতেই জোর চমকেছেন নেটিজেনের একাংশ। একসময় তেলেঙ্গানা (telengana) সরকারের মাদক বিরোধী ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর (brand ambassador) ছিলেন অভিনেত্রী।
২০১৭ তে একটি সাক্ষাৎকারে মাদক সম্পর্কে নিজের ধারনা ব্যক্ত করেন রকুল। মাদক সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, “এটা সামান্য একটা ব্যাপার যেটাকে আমরা ও মিডিয়ারা বড় ইস্যু বানিয়ে তুলছি। এই নিয়ে তদন্ত চলছে। কিন্তু এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আলোচনা করার। তবে এই বিষয়ে তদন্ত হচ্ছে এটা ভাল ব্যাপার।”
এরপরেই অবশ্য নিজেকে সামলে নিয়ে অভিনেত্রী বলেন, “কেউই মাদক নেওয়াকে সমর্থন করবে না। এটা ভাল ব্যাপার যে এটাকে সমাজ থেকে নির্মূল করার চেষ্টা চলছে। তবে এই বিষয়ে তদন্ত জারি রয়েছে তাই আমাদের বেশি কথা না বলাই ভাল। শুধুমাত্র খবর পেশ করার জন্য নয়, বরং এই বিষয়টাকে আরও গভীর ভাবে বুঝতে হবে আমাদের।”
২০১৭ তে তেলেঙ্গানা সরকারের তরফে একটি মাদক বিরোধী ক্যাম্পেন শুরু হয়, ‘say no to drugs’ নামে। তেলেঙ্গানা সরকারের তরফে সেই ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচিত হয়েছিলেন রকুল। হায়দ্রাবাদ পুলিসের তরফে ক্যাম্পেনের জন্য একটি পোস্টার তৈরি করা হয়েছিল যেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে রকুল প্রীতকে দেখা গিয়েছিল।
নেটদুনিয়ায় ইতিমধ্যেই ট্রোল শুরু হয়ে গিয়েছে সারা ও রকূলকে নিয়ে। স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রায়ই পোস্ট দেন এই দুই অভিনেত্রী। যোগা, শরীরচর্চা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় সারা ও রকুলকে। এবার তাঁরাই মাদক মামলায় জড়িয়ে গেলেন।
প্রসঙ্গত, সূত্র মারফত খবর NCBর জেরায় ২৫ জন বলিউড তারকার নাম নিয়েছেন রিয়া যারা মাদক যোগে জড়িত। তাদের মধ্যে সারা আলি খান ও রকুল প্রীত সিংয়েরও নাম রয়েছে বলে জানা যাচ্ছে। রকুলের বাড়ির সামনেই সারা ও সইফের বাড়ি। মনে করা হচ্ছে প্রায়ই রকুলের বাড়িতে যান সারা।
রিয়া দাবি করেন, সুশান্ত, তিনি, সারা এবং রকুল মিলে মাঝে মাঝেই মাদক সেবন করতেন। মাদক সরবরাহকারীদের থেকেই মাদক কিনতেন সারা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রকুল প্রীত সিং ও সারা আলি খানকে সমন পাঠাবে NCB।