সন্তান নেবেন না বলেও সুখবরটা দিয়েই দিলেন, বাবা হতে চলেছেন ‘RRR’ খ‍্যাত রাম চরণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিরাট সুখবর দিলেন ‘আর আর আর’ অভিনেতা রাম চরণ (Ram Charan)। বাবা হতে চলেছেন পর্দার ‘আল্লুরি সীতারাম রাজু’। স্ত্রী উপাসনা কামিনেনির (Upasana Kamineni) সঙ্গে সোশ‍্যাল মিডিয়ায় সুখবরটা শেয়ার করেছেন অভিনেতা। শুভেচ্ছা বার্তায় ভাসছেন ইন্ডাস্ট্রির সেলিব্রিটি জুটি।

ইনস্টাগ্রামে হনুমানজির একটি ছবি শেয়ার করে একটি বিবৃতি দিয়েছেন রাম চরণ। সেখানে লেখা, ‘শ্রী হনুমানজির আশীর্বাদে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে উপাসনা এবং রাম চরণের প্রথম সন্তানের আগমন হতে চলেছে।’ সঙ্গে রাম চরণের বাবা মা চিরঞ্জিবী এবং সুরেখা কোনিডেলা আর উপাসনার বাবা মা শোভনা এবং অনিল কামিনেনির নামও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।


২০১২ সালে বিয়ে করেছিলেন রাম চরণ এবং উপাসনা। কিন্তু বিয়ের দশ বছরেও কোনো সুখবর দেননি তাঁরা। বরং উপাসনা জানিয়েছিলেন, তাঁর মা হওয়ার আদৌ কোনো ইচ্ছাই নেই। আর এ ব‍্যাপারে সদগুরুকেও পাশে পেয়েছিলেন তিনি।

অভিনেতার স্ত্রী স্বেচ্ছায় মা হননি। কিন্তু সর্বক্ষণ লোকজনের জেরার মুখে পড়ে পড়ে বিরক্তও হতেন উপাসনা। একবার সদগুরুর সামনে সেই বিরক্তিটা প্রকাশ করেই ফেলেছিলেন তিনি। উপাসনা প্রশ্ন করেছিলেন, সবাই কেন এটা ভাবেন যে তিনি সন্তান জন্ম দিতে পারেন কিনা সেটা জিজ্ঞাসা করা সবার দায়িত্ব?

https://www.instagram.com/p/CmEAdJqpWwE/?igshid=YmMyMTA2M2Y=

 

 

উত্তরে সদগুরু বলেছিলেন, যে সমস্ত মহিলারা সম্পূর্ণ স্বাস্থ‍্যবতী কিন্তু তবুও স্বেচ্ছায় সন্তান ধারণ করেন না তাদের জন‍্য পুরস্কারের ব‍্যবস্থা করছেন তিনি। কারণ তারা খুব মহৎ কাজ করছেন। অন‍্য পশুদের প্রজাতি বিপন্ন, তাই তারা বেশি করে সন্তান জন্ম দিলেও ক্ষতি নেই। কিন্তু মানুষের সংখ‍্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই মহিলারা যদি সিদ্ধান্ত নেন যে সন্তান জন্ম দেবেন না সেটা ভালোই বলে মন্তব‍্য করেন সদগুরু।

একবার বিষয়টা নিয়ে প্রকাশ‍্যেই মুখ খুলেছিলেন রাম চরণ। তিনি বলেছিলেন, “মেগাস্টার চিরঞ্জিবীর ছেলে হিসাবে আমার কর্তব‍্য অনুরাগীদের খুশি রাখা। আমি যদি এখন পরিবার বাড়াই তাহলে হয়তো আমার লক্ষ‍্য থেকে সরে যাব। উপাসনারও কিছু লক্ষ‍্যপূরণ করার আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন কয়েক বছর সন্তান নেব না।” কিন্তু এবার সিদ্ধান্ত বদলেই ফেললেন রাম চরণ এবং উপাসনা।

X