৪১ দিন উপবাস, ভগবানকে তুষ্ট করতে খালি পায়ে হাঁটছেন কোটিপতি রামচরণ! জানুন কারণ

বাংলা হান্ট ডেস্ক : দক্ষিণী তারকা রামচরণ (Ramcharan) তার ছবির কারণে হামেশাই খবরের শিরোনামে থাকেন। তবে এবার যে কারণে অভিনেতাকে নিয়ে চর্চা হচ্ছে তা কোনও ছবির কারণে নয় বরং তার এয়ারপোর্ট লুকের কারণে। সম্প্রতি হায়দরাবাদ এয়ারপোর্টে তার দেশি লুক দেখে লোকজন যারপরনাই বিস্মিত। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেতার পদযুগল (Bare Feet)।

আসলে এইদিন রামচরণের পরনে ছিল কালো কুর্তা-পাজামা। কপালে তিলক কেটে সম্পূর্ণ অনাবৃত পায়ে হাজির হয়েছিলেন তিনি। তারপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, এয়ারপোর্টে কেন খালি পায়ে হাঁটছিলেন তিনি? জানিয়ে রাখি, এই প্রথম নয় এর আগেও একাধিকবার খালি পায়ে হাঁটতে দেখা গেছে রামচরণকে। অস্কারের মঞ্চে, গেটি গ্যালাক্সি থিয়েটারের বাইরেও খালি পায়ে দেখা গেছে অভিনেতাকে।

তবে এবার হঠাৎ খালি পায়ে এয়ারপোর্ট কেন গেলেন অভিনেতা। সম্প্রতি এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। জানিয়ে রাখি, এবারও খালি পায়ে এয়ারপোর্ট যাওয়ার এক বিশেষ কারণ রয়েছে রাম চরণের কাছে। সূত্রের খবর, তিনি মোট ৪১ দিনের জন্য ব্রত পালন করবেন। কারণ তিনি এখন আয়াপ্পা দীক্ষা নেবেন। এটি মূলত একটি দক্ষিণ ভারতীয় রীতি।

আরও পড়ুন : ‘যেন নোংরা ফেলার ব্যাগ!’ মহুয়াকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া ভিডিও দেখে বিষ্ফোরক সায়ন্তিকা

দক্ষিণের সকলেই এই দীক্ষা নিয়ে থাকে এবং এটি ৪১ দিন পর্যন্ত স্থায়ী হয়। এই সময়টা ভক্তরা তামসিক জীবন থেকে দূরে থাকেন এবং সাত্ত্বিক জীবনযাপন করেন। এই সময়টা তাদের কালো কাপড় পরতে হয় এবং আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকতে হয়। দাঁড়ি গোঁফ বা চুল কাটা চলেনা এবং এই ৪১ দিন সকলকে মাটিতে ঘুমাতে হয়। এবং ব্রত চলাকালীন জুতো চপ্পলও পরা চলেনা। রামচরণ এখন ঠিক সেই ব্রতই পালন করছেন।

আরও পড়ুন : দেব, জিৎ নাকি প্রসেনজিৎ? টলিউডে সবথেকে বেশি আয় করেছে কার ছবি? জানলে অবাক হবেন

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

অভিনেতার কাজের কথা বললে, খুব শীঘ্রই তাকে দেখা যাবে কিয়ারা আদবানির সঙ্গে ‘গেম চেঞ্জার’ ছবিতে। ছবিটি আগামী বছরের মধ্যেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও আরও একটি ছবি রয়েছে পাইপলাইনে। ‘RC 17′ নামক একটি ছবিতেও অভিনয় করছেন তিনি। এসবের পাশাপাশি তার ব্লকব্লাস্টার ছবি ‘RRR’ এর কোনও সিক্যুয়েল আসে কি না সেটার অপেক্ষাতেও বসে রয়েছে দর্শক।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর