২২ জানুয়ারি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে ভারত! মোদীর টুইট ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের ২২ জানুয়ারি রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তার আগে এবার তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হল। মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টের তরফে তাঁকে আগামী ২২ জানুয়ারির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে।

বুধবার প্রধানমন্ত্রী নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন। মোদী লেখেন, ‘জয় সিয়ারাম। আজ আবেগে ভরা দিন। সম্প্রতি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কর্মকর্তারা আমার বাসভবনে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা আমাকে শ্রী রামমন্দির শুভ উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। নিজেকে ধন্য মনে করছি। এটা আমার সৌভাগ্য যে আমার জীবদ্দশায় আমি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকব।’

 

উল্লেখ্য, বুধবার সন্ধেয় দিল্লির (Delhi) দ্বারকা ১০ নম্বর সেক্টরের রামলীলা ময়দানে দশেরার প্রতীকী রাবণবধ উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেছিলেন, ‘রাম মন্দিরে রামলালার অধিষ্ঠান হতে আর মাত্র কয়েক মাস বাকি। ভগবান রামচন্দ্র আসতে চলেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পারলাম। আগামী রামনবমী পালন করা হবে রামমন্দিরে।’

উল্লেখ্য ২০২০ সালের ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই রামমন্দিরের নির্মাণ কার্য শুরু হয়। ট্রাস্টের তরফে জানানো হয়, উদ্বোধন কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোদী নিজে হাজির থাকবেন। এবার আনুষ্ঠানিকভাবে তাঁকে আমন্ত্রণ জানানো হল ট্রাস্টের তরফে। লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে এই রামমন্দিরের উদ্বোধন রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর