ভারত থেকে দুবাই, রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুরের সম্পত্তির পরিমাণ লজ্জায় ফেলবে পার্থ-অর্পিতাকেও

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নানা দুর্নীতিকাণ্ডে শোরগোল রাজ্যে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, গরু পাচার তো ছিলই, সম্প্রতি তাতে যোগ হয়েছে রেশন দুর্নীতি। সম্প্রতি এই দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছে মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ী। বাকিবুরের গ্রেফতারির পর থেকেই দেশ-বিদেশ একের পর এক জায়গা থেকে বেরিয়ে আসছে পাহাড়প্রমাণ সম্পত্তির হদিস। যা দেখে রীতিমতো ভিরমি খাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

বর্তমানে ইডি হেফাজতে বাকিবুর। আর এরই মধ্যে বিস্ফোরক সব তথ্য তদন্তকারীদের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে দাবি, ধৃত বাকিবুর ও তার আত্মীয়ের নামে ৯৫টি সম্পত্তির হদিস পেয়েছেন তারা। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। রেশন দুর্নীতিতে মন্ত্রী ঘনিষ্ঠ কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পেতেই নড়েচড়ে বসেছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে। উত্তর ২৪ পরগনা ও বহরমপুরের বিভিন্ন জায়গায় এই সব জমির অধিকাংশ রয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। হদিস মিলেছে একাধিক ফ্ল্যাটেরও।

আরও পড়ুন: শুক্র না শনি, কবে পড়েছে লক্ষীপুজো! কোন শুভ করবেন কোজাগরীর আরাধনা? জানুন তিথি, তারিখ

ইডি সূত্রে খবর, পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুর মিলিয়ে মোট ৯টি ফ্ল্যাট রয়েছে ধৃত ব্যবসায়ীর। এই বিপুল পরিমাণ জমি রাজ্যের একাধিক জেলার ৯৫ টি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

bakibur

তবে কেবল দেশেই শেষ নয়, বিদেশেও প্রচুর সম্পত্তি রয়েছে বাকিবুরের। দুবাইয়ে ব্যবসায়ী বাকিবুর রহমানের নামে রয়েছে দুটি ফ্ল্যাট। যাদের আনুমানিক বাজার মূল্য অন্ততপক্ষে ৭ থেকে ১০ কোটি টাকা। তবে ইডির অনুমান তদন্ত এগোলে এরম আরও প্রচুর সম্পত্তির হদিস মিলতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর