রাত্রিবেলা রামমন্দির যেন এক স্বপ্নের স্বর্গ নগরী! ছবি প্রকাশ করল ট্রাস্ট, দেখে থমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। ঐতিহ্য ও সনাতনী ধর্মের মিশেল ফুটে উঠেছে রাম মন্দিরে। রাম মন্দির নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ গিয়ে ভিড় জমাচ্ছেন অযোধ্যায়। অনুমান করা হচ্ছে উদ্বোধনের দিন অযোধ্যায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।

রাম মন্দিরকে ঘিরে উন্মাদনা যত সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে। এই আবহে রাম মন্দির ট্রাস্ট কিছু ছবি প্রকাশ এনেছে। রাতের বেলা কেমন দেখতে হবে রাম মন্দির? অপূর্ব সেই ছবি সামনে এনেছে ট্রাস্ট। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সমাজ মাধ্যমে রাম মন্দিরের রাতের ছবি সামনে এনেছে।

আরোও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! চূড়ান্ত চার্জশিট দিল CBI, প্রকাশ্যে এল প্রভাবশালীদের নাম

এই ছবিগুলি দেখে উচ্ছ্বসিত অনেকেই। সমাজ মাধ্যমে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে যে ছবিগুলি পোস্ট করা হয়েছে সেগুলি রাতের বেলায় তোলা। ঝলমলে বৈদ্যুতিক আলোয় রাতে মন্দির কেমন দেখতে হবে সেই ছবিগুলি ভাগ করে নেওয়া হয়েছে ভক্তদের সাথে। ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তৎপরতা।

আরোও পড়ুন : কিছুই জানতেননা ঐশ্বর্য? গোপনে জাহ্নবী কাপুরকে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন, তোলপাড় নেটপাড়া

চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। ইতিমধ্যেই কয়েক হাজার বিশিষ্টকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারাও। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণ প্রতিষ্ঠা করবেন রাম মন্দিরের। ঐতিহ্যবাহী নাগারা শৈলীর আদলে তৈরি করা হয়েছে রাম মন্দির কমপ্লেক্স। এই মন্দির পূর্ব থেকে পশ্চিমে ৩৮০ ফুট দীর্ঘ, চওড়া ২৫০ ফুট।

trust shares night time images of ayodhya ram mandir f

২০ ফুট উঁচু মেঝে রয়েছে রাম মন্দিরে। ৩৯২টি স্তম্ভ এবং ৪৪টি তোরণ দিয়ে নির্মাণ হয়েছে রাম মন্দির। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে সাত হাজারেরও বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, ব্যবসায়ী মুকেশ অম্বানী এবং গৌতম আদানিও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর