মসজিদের পর রামমন্দির! দিঘায় বাড়ছে নতুন তীর্থক্ষেত্র তৈরির সম্ভাবনা, আবেদন গেল সরকারের কাছে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাংলার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র হল দিঘা (Digha)। প্রতিবছর দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই সমুদ্র নগরীতে। নতুন সরকার ক্ষমতায় আসার পর নতুন করে দিঘাকে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর। দিঘার উন্নয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই সৈকত নগরীকে। পুরীর মন্দিরের আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। আর কিছু মাসের মধ্যেই উদ্বোধন হবে সেই মন্দিরের। এই আবহে সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মসজিদের জন্য জমি চেয়েছে সরকারের কাছে।

আরোও পড়ুন : ভোটের আগে বড় চমক! বিজেপিতে যোগ দিতে পারেন যুবরাজ, লড়ার সম্ভাবনা এই আসন থেকে

এবার ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী কমিটি (দিঘা) ও সনাতনীবৃন্দের পক্ষ থেকে দিঘায় রাম মন্দির নির্মাণের জন্য প্রশাসনের কাছে জমির আবেদন করা হল। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কাছে কমিটির সদস্যরা একটি স্মারকলিপি জমা দেয় বৃহস্পতিবার।

আরোও পড়ুন : ২০ বছরের জন্য ৩০ লাখের হোম লোন! EMI হিসেবে কত দিতে হবে SBI কে? দেখুন হিসেব

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন ধর্মের মানুষের আগমন ঘটে দিঘায়। দিঘাতে যাতে রাম মন্দির নির্মাণ করা যায় সেই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ করা হোক।ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী কমিটি (দিঘা) ও সনাতনীবৃন্দ মুখ খুলেছেন।

digha fish auction centre

তাদের কথায়, ‘আমরা আমাদের আবেদন একটি স্মারকলিপির মাধ্যমে জমা দিয়েছি। এখন স্থানীয় প্রশাসন এই আবেদনের প্রেক্ষিতে ঠিক কী পদক্ষেপ করে তা দেখার অপেক্ষাতে রয়েছি।’ দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, গ্রহণ করা হয়েছে স্মারকলিপি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটি পাঠানো হয়েছে। নির্দেশ পাওয়ার পর সেই মতো কাজ করা হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X