বিশ্বের ১৫৫ টি দেশের পবিত্র নদীর জল দিয়ে সম্পন্ন হচ্ছে রাম মন্দিরের জলাভিষেক! কে কে থাকছেন উপস্থিত?

বাংলা হান্ট ডেস্ক: ভগবান রামের শহর অযোধ্যায় ইতিমধ্যেই (Ayodhya) ১৫৫ টি দেশের পবিত্র নদীর জল দিয়ে রামলালার জলাভিষেকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবিবার সকালে দিল্লি স্টাডি গ্রুপের নেতৃত্বে পাকিস্তানসহ বিশ্বের ১৫৫ টি দেশের পবিত্র নদীর জল দিয়ে ভগবান রামলালার প্রাঙ্গণে জলাভিষেক অনুষ্ঠান হবে। যেখানে একাধিক দেশের রাষ্ট্রদূত সহ বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন।

এই প্রসঙ্গে দিল্লি স্টাডি গ্রুপের সভাপতি এবং পশ্চিম দিল্লির প্রাক্তন বিধায়ক বিজয় জলি জানিয়েছেন যে, একাধিক বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল ১০ টায় বৈদিক ব্রাহ্মণদের উপস্থিতিতে ১৫৫ টি দেশ থেকে সংগৃহীত জলের পুজো সম্পন্ন হওয়ার বিষয়টিও জানান তিনি।

পাশাপাশি, তিনি বলেন ওই সময়ে সন্ত সমাজের সেমিনার হবে এবং সারা বিশ্ব থেকে সংগৃহীত জলের ওপর একটি শর্ট ফিল্মও দেখানো হবে। সেই সাথে বিখ্যাত গল্পকার অজয় ​​ভাইয়ের সঙ্গীতের মাধ্যমে হনুমান চালিশা পাঠ করা হবে এবং দুপুর ২ টো নাগাদ ভগবান রামলালা প্রাঙ্গণে গিয়ে ভগবান রামলালার দর্শন শেষে ১৫৫ টি দেশ থেকে সংগৃহীত পবিত্র জল নির্মাণস্থলে নিবেদন করা হবে।

এছাড়াও, বিজয় জলির বক্তব্য অনুযায়ী যোগগুরু বাবা রামদেব এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কর্মসূচিতে অংশ নেবেন বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, এই অনুষ্ঠানে রাজনাথ সিংকে আমন্ত্রণ জানানো হলেও তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

দিল্লি স্টাডি গ্রুপের সভাপতি এবং অনুষ্ঠানের সংগঠক বিজয় জলি আরও জানিয়েছেন যে, কার্যক্রমটি সকাল ১০ টায় মণি পর্বতের শাখা গ্রাম কথা ভবনে আশীষ বচনের মধ্য দিয়ে শুরু হবে। পাশাপাশি পুণের ৯ জন বৈদিক পণ্ডিত মন্ত্রোচ্চারণও করবেন।

ram mandir ayodhya

পাকিস্তানের রাভি নদীর জলও অন্তর্ভুক্ত রয়েছে: মিডিয়া রিপোর্ট অনুসারে বিজয় জলি বলেছেন, বিশ্বের পবিত্র নদীগুলি থেকে জল নিয়ে আসার কাজ আদৌ সহজ কাজ ছিল না। বরং অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করে এই পবিত্র জল সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, পাকিস্তানের রাভি নদীর জল প্রথমে দুবাইতে নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে দিল্লিতে আনা হয়। এখন সেই জল অযোধ্যায় নিয়ে আসা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর