UNESCO-র বিশ্ব ঐতিহ্যের খেতাব পেল ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত তেলেঙ্গানার রামাপ্পা মন্দির

বাংলা হান্ট ডেস্কঃ তেলেঙ্গানার কাকতীয় রুদ্রেশ্বর মন্দিরকে (kakatiya rudreshwara – Ramappa Temple) UNESCO রবিবার বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করল। অসামান্য এই স্বীকৃতি পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুশি জাহির করেছেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, বিশেষ করে তেলেঙ্গানার জনতাকে। তিনি বলেন, ‘রামপ্পা মন্দির মহান কাকতীয় বংশের উৎকৃষ্ট শিল্পকলার প্রদর্শন করেছে। আমি আপনাদের সবাইকে রাজশ্রী এই মন্দিরের যাত্রা করার জন্য আর এর ভব্যতার প্রত্যক্ষ অনুভব প্রাপ্ত করার আবেদন জানাচ্ছি।”

বলে দিই, ওয়ারঙ্গালে থাকা এই শিব মন্দির একমাত্র মন্দির যার নাম এর শিল্পকার রামপ্পার নামে রাখা হয়েছে। ইতিহাস অনুযায়ী, কাকতীয় বংশের রাজা এই মন্দিরের নির্মাণ ত্রয়োদশ শতাব্দীতে করেছিলেন। সবথেকে বড় বিষয় হল, সেই সময় গড়া বেশীরভাগ মন্দিরই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, কিন্তু হাজার হাজার প্রাকৃতিক দুর্যোগের পড়ে এই মন্দিরের তেমন কোনও ক্ষতি হয়নি। এই মন্দিরটি হাজারটি স্তম্ভের উপরে বানানো হয়েছে।

এই বিষয়ে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রী জি কিষাণ রেড্ডি একটি টুইট করে লিখেছেন, আমি এটা জেনে খুব খুশি যে UNESCO তেলেঙ্গানার ওয়ারঙ্গালের রামপ্পা মন্দিরকে বিশ্ব ঐতিহ্যের খ্যাতি দিয়েছে। দেশের তরফ থেকে, বিশেষ রুপে তেলেঙ্গানার মানুষের তরফ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শন আর সমর্থনের জন্য ওনাকে ধন্যবাদ জানাই।

বলে দিই, রামপ্পা মন্দির ত্রয়োদশ শতাব্দীর নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের অন্যন্য নিদর্শন। সরকারের তরফ থেকে ২০১৯ সালে একমাত্র এই মন্দিরটিকেই বিশ্ব ঐতিহ্য ঘোষণার করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর