সুখবর: আজ থেকেই বাড়িতে বসে দেখুন রামায়ণ মহাভারত, ডিডি ন্যাশনাল সম্প্রসারণ করছে ৮০ দশকের সিরিয়াল

Published On:

করোনা মহামারির কারণে ভারত সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। এবার দেশের লোকজনকে বাড়ির মধ্যেই থাকতে হবে এবং শুধুমাত্র প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বেরোতে হবে। তবে সরকার বেশ ভালোমতো জানে যে বাড়ির মধ্যে থাকাটাও চ্যালেঞ্জের ব্যাপার। কারণ সরকার, ডাক্তার সমাজ ও মিডিয়া করোনা ভাইরাসের ভয়াবহতা বুঝতে পারলেও সমস্থ সাধারণ নাগরিক তা বুঝতে পারছে না। এই অবস্থায় সরকার চাইছে মানুষজন বাড়ির মধ্যেই কিছুভাবে ব্যাস্ত হয়ে থাকুক।

আজ থেকে, 80 এর দশকের বিখ্যাত টিভি সিরিয়াল রামায়ণ আবার শুরু হয়েছে। এর সম্প্রসারণ DD ন্যাশনাল করছে। করোনার ভাইরাসের কারণে ঘরে বসে থাকা লোকদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত সংবাদ । সকাল ৯ টাই শুরু হওয়া এই সিরিয়ালের জন্য লোকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। করোনার ভাইরাস লকডাউনের আওতায় থাকা লোকদের স্বাস্থ্যকর বিনোদন দেওয়ার লক্ষ্যে ভারতীয় টিভি ইতিহাসের সফল অনুষ্ঠানটি আবার প্রচার করা হচ্ছে। রামায়ণ সকাল ৯ টা ও রাত ৯ টাই দেখানো শুরু হয়েছে, মহাভারত দুপুর ১২ টা, সন্ধ্যে ৭ টাই দেখানো হবে।

https://twitter.com/cnribnp/status/1243749761821208576?s=19

তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার দুই দিন আগে এই সুখবরটি ঘোষণা করেছিলেন। লক্ষণীয়, ডিডি ন্যাশনালে রামায়ণ সিরিয়াল শুরু হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ কেউ চ্যানেলের নম্বর চাইছেন এবং কেউ টুইটারের মাধ্যমে তাদের উত্সাহ প্রদর্শন করছেন। কেউ কেউ রামায়ণের টিভি ক্লিপটি টুইটারে শেয়ারও করেছেন। কিছু দর্শক ডিডি ন্যাশনালকে ধন্যবাদ জানাচ্ছেন।

জানিয়ে দি আগে যখন রামায়ণ মহাভারত টিভিতে সম্প্রসারিত হতো তখন রাস্তায় লোকজন দেখা যেত না। কারণ রামায়ণ মহাভারত ভারতের আসল ইতিহাস যার উপর ভারতের প্রত্যেক ব্যাক্তির একটা আলাদা আগ্রহ রয়েছে। আর এখন আরো একবার রামায়নম হাভারতের এপিসোড দেখানোর শুরু হয়েছে যা সকল ভারতবাসীর জন্য একটা সুখবর।

সম্পর্কিত খবর

X