Bangla Hunt Desk: করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে (Ramdas Athawale)। কদিন আগেই বলি অভিনেত্রী পায়েল ঘোষকে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া দলে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। সম্প্রতি দিনে অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন এই বলি অভিনেত্রী।
রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়াতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ
অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে এবার রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়াতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। বলি অভিনেত্রীকে ষাড়ম্বরে সোমবার মুম্বইয়ে দলে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। কিন্তু সেই অনুষ্ঠানে মান্য হয়নি সামাজিক দূরত্ব বিধি। এমনকি মন্ত্রী এবং অভিনেত্রীর মাস্কও নামানো ছিল নাক মুখের সীমানা ছাড়িয়ে বেশ কিছুটা নীচে। এর ফল ভুগতে হল মন্ত্রী রামদাস আটওয়ালেকে।
Maharashtra: Actor Payal Ghosh joins Union Minister Ramdas Athawale-led Republican Party of India (A), in Mumbai.
She has been named as the vice president of women's wing of RPI (A). pic.twitter.com/slRLOKtJWV
— ANI (@ANI) October 26, 2020
করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে
বলি অভিনেত্রীর দলে অভ্যর্থনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই করোনা আক্রান্ত হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। সূত্রের খবর, ওই অনুষ্ঠান থেকে বড়ি ফিরে তীব্র কাশি এবং পেশি যন্ত্রণা শুরু হয় মন্ত্রীর। করোনা সন্দেহে টেস্ট করাতেই মঙ্গলবার সকালে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন মন্ত্রী।
সেদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে বলি অভিনেত্রীকে দলে অভ্যর্থনা জানিয়ে চীন বিরোধী নানান শ্লোগান দিতে থাকেন মন্ত্রী রামদাস আটওয়ালে। রেস্তোরা এবং রাস্তার ধারে বিক্রি হওয়া চাইনিজ খাবারও বর্জনের শ্লোগান দেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমি ভারতবাসীর কাছে অনুরোধ করছি, চীনা পণ্যের সঙ্গে সঙ্গে চাইনিজ খাবারও বয়কট করা উচিত’। এরপর স্যোশাল মিডিয়ায় লেখেন, ‘গো করোনা গো’, ‘গো মাঞ্চুরিয়ান গো’, ‘গো চায়না গো’।
মহারাষ্ট্রে করোনা সংক্রমণ
সোমবার মহারাষ্ট্র ৩৬৪৫ টি নতুন মামলা সামনে এসেছে। বর্তমানে সেখানে মোট সংক্রমিত মানুষের সংখ্যা দাড়িয়েছে ১৬ লক্ষ ৪৮ হাজার ৬৬৫ জন। সোমবার দিনই মৃত্যু হয়েছে ৮৪ জনের। করোনা মহামারিতে মহারাষ্ট্রে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৪৪ জন। তবে ইতিমধ্যেই ১৪ লক্ষ ৭০ হাজার ৬৬০ জন সুস্থ হয়ে গিয়েছেন এবং ১ লক্ষ ৩৪ হাজার ১৩৭ জনের চিকিৎসা চলছে।