বাংলাহান্ট ডেস্ক: সময়ে অসময়ে বলিউডের (Bollywood) বিরুদ্ধে বারবার মাদক সেবনের (Drugs) অভিযোগ উঠেছে। সঞ্জয় দত্ত থেকে সুশান্ত সিং রাজপুত, পরবর্তীকালে দীপিকা পাডুকোন, সারা আলি খান, আরিয়ান খানের বিরুদ্ধেও মাদক গ্রহণের অভিযোগ উঠেছে। বলিউড তারকাদের গায়ে ‘নেশাখোর’ তকমা লেগে গিয়েছে। এবার বলিউডের ‘ভাইজান’ সলমন খানের বিরুদ্ধে বিষ্ফোরক দাবি করে বসলেন রামদেব বাবা (Ramdev Baba)।
সম্প্রতি মোরাদাবাদে ‘নেশা মুক্ত ভারত’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবা রামদেব। সেখানেই বলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে বিষ্ফোরক দাবি করেন তিনি। বলিউড তারকাদের, বিশেষ করে সলমন খান, শাহরুখ খান, আমির খানদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনেন তিনি।
মঞ্চ থেকে এদিন নেশা মুক্ত দেশ তৈরি করার ডাক দেন বাবা রামদেব। বিনোদন ইন্ডাস্ট্রিও যে নেশার আড্ডাখানা সেটা উল্লেখ করে তিনি নাম করেন সলমন খান এবং কিং খানের। বাবা রামদেব বলেন, শাহরুখ খানের ছেলে মাদক সেবন করে জেল ঘুরে এসেছেন। সলমন খানও ড্রাগস নেন। তবে আমিরেরটা তিনি জানেন না। যাদের ‘তারকা’ তকমা দিয়ে রাখা হয়েছে, অভিনেতারা সব নেশাখোর বলে দাবি করেন তিনি।
তবে শুধু বিনোদন ইন্ডাস্ট্রি নয়, রাজনীতিতেও মাদকের কারবার রয়েছে বলে দাবি করেছেন বাবা রামদেব। নির্বাচনের পর মদের পার্টি হয় বলে দাবি করেন তিনি। রামদেব বাবা বলেন, ভারতকে ঋষি মুনিদের ভূমির মতো নেশা মুক্ত করতে হবে।
সবশেষে রামদেব বাবা বলেন, “আমাদের সবার কর্তব্য যে আমরা যেন কেউ বিড়ি, সিগারেট বা মদ স্পর্শ না করি। আর্যসমাজ যা করেছে সেটার সবথেকে বেশি দরকার রয়েছে। গোটা দেশ যদি নেশামুক্ত হয়ে যায় তাহলে মহর্ষি দয়ানন্দের স্বপ্ন পূরণ হয়ে যাবে। এটা আইন বলবৎ করে সম্ভব নয়, নিজেদেরই করতে হবে।”