বাংলা হান্ট ডেস্ক: কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়? এখন সেই প্রশ্নই উঠেছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন ঘিরে। সরকার গঠন শিব সেনার কাছে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই তো তিরিশ বছরের এনডিএ জোট ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন। বিপরীত মেরুর সঙ্গে মিলিত হয়েছে শিবসেনা শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে।
তাই দীর্ঘদিনের যাবতীয় সমস্যা এবং দর্শন নীতি সব ভুলে এখন এক সারিতে মহারাষ্ট্রের সরকার করছে শিবসেনা এনসিপি ও কংগ্রেস যা বিধানসভা নির্বাচনের সময় অবধি কারোরই জানা ছিল না। তবে এ বার নৈতিকতার প্রশ্ন তুলে শিবসেনা প্রধান উদ্ভব ঘনিষ্ঠ রমেশ সোলাঙ্কি ইস্তফা দিলেন।
এ যেন আবারও এক নতুন নাটক শুরু হলেও মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে। তবে শুধুমাত্র ইস্তফাপত্র দেওয়ার নয় টুইট করে রমেশ সোলাঙ্কি নিজের আদর্শের কথা তুলে ধরে উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরেকে মহারাষ্ট্র বাসীর হয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন একই সঙ্গে দল ছাড়ার কারণ স্পষ্ট করে না জানালেও কংগ্রেসের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবেন না তিনি এমনটাই জানিয়েছেন রমেশ সোলাঙ্কি।
My Resignation
I am resigning from my respected post in BVS/YuvaSena and @ShivSena
I thank @OfficeofUT and Adibhai @AUThackeray for giving me opportunity to work and serve the people of Mumbai, Maharashtra and Hindustan pic.twitter.com/I0uIf13Ed2— Ramesh Solanki 🇮🇳 (@Rajput_Ramesh) November 26, 2019
আসলে মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠতা না দেখাতে পারার জন্যই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবেন্দ্র, কিন্তু মহারাষ্ট্র সরকার গঠনেই এতটাই মশগুল শিবসেনা যে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট বাধ্যও পিছপা হচ্ছে না। কোনও কিছুর তোয়াক্কা না করেই বৃহস্পতিবার শিবাজি পার্কে শপথ করে ভুল করতে চলেছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ।