বাংলা হান্ট ডেস্কঃ একাদশীর নিয়ম হিন্দুদের কাছে খুবই পবিত্র। দেশের সব হিন্দু এই নিয়ম পালন না করলেও, অজস্র হিন্দুরা এই নিয়ম পালন করে থাকেন। মূলত একাদশীর দিনে ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া হয়। ওই দিনে অন্ন বা কোনও আমিষ খাবার খাওয়া যায় না।
বিশেষত যাদের মাতৃ-পিতৃ বিয়োগ হয়, তাঁরা এই নিয়ম পালন করে থাকেন। কিন্তু শুধু তাঁরাই যে এই নিয়ম পালন করতে পারবেন, সেটা শাস্ত্রের কোথাও লেখা নেই। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই নিয়ম পালনের জন্য উপযোগী। একাদশী পালন করলে শরীর স্বাস্থ্যও যে অনেক ভালো থাকে, তা বিভিন্ন জায়গায় বলাও রয়েছে।
আর এই বিশেষ দিনে রামকৃষ্ণ মিশনের এক সাধুর সঙ্গে ঘটে গেল অমানবিক এক কাণ্ড। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে ওই সাধুকে বলতে শোনা যাচ্ছে যে, কয়েকজন যুবক মন্দিরের সামনে বসে কিছু খাবার খাচ্ছিল।
সাধু বলেন, আমি যখন ওঁদের বলি এখানে বসে এসব খাবে না, অন্য কোথাও যাও। তখন ওই যুবকরা সাধুর উপরে চড়াও হয় আর তাঁরা সবাই মিলে জোর করে সাধুকে মদও খাইয়ে দেয়। রামকৃষ্ণ মিশনের অধ্যাপক বলেন, ওই যুবকরা ওনাকে হুমকি দিয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছে। রামকৃষ্ণ মিশনের অধ্যাপক জানান, আমি একাদশী করেছিলাম আর ওই যুবকরা আমার মুখে মদ ঢেলে আমার ব্রত ভেঙে দেয়।
Report: goondas forcibly poured liquor into the mouth of a sadhu of Ramakrishna Mission when he was on fast during Ekadasi. Also abused him in filthy language. State of Hindu monks in West Bengal. https://t.co/AAxfDQT7JQ
— Tathagata Roy (@tathagata2) August 19, 2021
এই ঘটনার ভিডিও বিজেপি নেতা তথাগত রায় নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘রামকৃষ্ণ মিশনের এক একাদশী পালনরত সাধুর মুখে জোর করে মদ ঢেলে ব্রত ভেঙে দেয় একদল দুষ্কৃতি। সাধুকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে।” বলে দিই, এই ভিডিওর সত্যতা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।