গোমাংস খেতে ভাল লাগে! রণবীরের মন্তব‍্যে ক্ষুব্ধ বজরং দল, মহাকাল মন্দিরে প্রবেশে বাধা পেল ‘ব্রহ্মাস্ত্র’ টিম

বাংলাহান্ট ডেস্ক: পুরনো মন্তব‍্য, সাক্ষাৎকারে বেফাঁস বক্তব‍্য যে পরবর্তীকালে বিরাট কোনো বিপদ হয়ে দাঁড়াতে পারে তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছে। আমির খানের (Aamir Khan) নিজের ভুলেই ডুবে গিয়েছে ‘লাল সিং চাড্ডা’। সেটা দেখে শিক্ষা নেওয়া তো দূর, একই ভুল করে বসলেন রণবীর কাপুর। ফলাফল, ‘ব্রহ্মাস্ত্র’বয়কটের ডাক।

আর এবার আমজনতার ক্ষোভের মুখে পড়লেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটও (Alia Bhatt)। মধ‍্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) প্রবেশে বাধা পেল ‘ব্রহ্মাস্ত্র’ টিম। রণবীর আলিয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে মন্দিরের বাইরে জড়ো হয় বজরং দলের সদস‍্যরা। ‘হিন্দু বিরোধী’ এবং ‘গোমাংস ভক্ত’ রণবীর আলিয়াকে মহাকাল মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না, এমনি দাবি তুলে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারা।

Brahmastra loss
কিন্তু ‘রালিয়া’র বিরুদ্ধে এত ক্ষোভের কারণ কী? আসলে সমস‍্যা তৈরি হয়েছে রণবীরের একটি পুরনো ভিডিওর জন‍্য। নেটপাড়ায় হঠাৎ করেই ভাইরাল হওয়া ভিডিওটি ‘রকস্টার’ ছবির প্রচারের সময়কার। ভিডিওতে এক সাক্ষাৎকারে নিজের প্রিয় খাবারের ব‍্যাপারে কথা বলতে শোনা যায় রণবীরকে। তিনি জানান, তাঁর পরিবার আসলে পাকিস্তানের পেশোয়ারের। তাই তাঁর খাবার দাবারেও পেশোয়ারি ছোঁয়া রয়েছে।

এরপরেই রণবীর বলেন, তিনি মাংস প্রেমী। মাটন থেকে শুরু করে গোমাংস সবই খান। বিশেষ করে গোমাংস তাঁর প্রিয়। রণবীরের মন্তব‍্য শুনেই ক্ষোভে ফেটে পড়ে নেটনাগরিকদের একাংশ। ব্রহ্মাস্ত্র বয়কট করার ডাক তখনি উঠেছিল। এবার রণবীর আলিয়াকে রোখার জন‍্য মন্দিরের বাইরে বিক্ষোভ শুরু করে বজরং দল।

মুহূর্তের মধ‍্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিসকে লাঠিচার্জও করতে হয়। বজরং দলের এক সদস‍্য সংবাদ মাধ‍্যমকে জানান, তাঁরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। রণবীর আলিয়ার মন্দির দর্শনের কথা ছিল। তাই তারা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

রণবীরকে মন্দিরে ঢোকা থেকে বাধা দিতে চান তাঁরা। কারণ তিনি গোমাতাকে নিয়ে অসম্মানজনক মন্তব‍্য করেছেন। তিনি গোমাংস ভক্ত। তাই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছিল। হঠাৎ করেই পুলিস লাঠিচার্জ শুরু করে। যদিও মধ‍্য প্রদেশ পুলিসের চিফ সুপারিন্টেডেন্ট দাবি করেন, বিক্ষোভরত জনতা পুলিসকে আক্রমণ করেছিল। তাই বাধ‍্য হয়ে লাঠিচার্জ করতে হয়েছে।

রণবীর আলিয়া মহাকাল মন্দিরে এসে পৌঁছাতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। তবে ছবির পরিচালক অয়ন মুখার্জি মন্দিরে প্রবেশ করে মহাকালের দর্শন করেন। বিক্ষোভরত বজরং দল সদস‍্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর