বাংলাহান্ট ডেস্ক: হচ্ছে না রণবীর কাপুর (ranbir kapoor) ও আলিয়া ভাটের (alia bhatt) বিয়ে (wedding)। চলতি বছরেই ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল রণবীর ও আলিয়ার। কিন্তু সম্প্রতি খবর পাওয়া গিয়েছে স্থগিত রাখা হয়েছে সেই বিয়ে। এমনই খবর শোনা যাচ্ছে এখন বিটাউনের আনাচে কানাচে।
২০২০র ডিসেম্বর মাসেই বিয়ের সানাই বাজার কথা ছিল ভাট ও কাপুর পরিবারে। তোড়জোড় চলছিল সেই মতোই। তবে এখন সেই বিয়ে আর হচ্ছে না। ঐক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়ের সমস্ত আয়োজনই বাতিল করে দিয়েছেন রণবীর ও আলিয়া।
কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের কারন কি? শোনা যাচ্ছে বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করেই বিয়ে আপাতত বাতিল করে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রণলিয়া জুটি। আগামী বছর সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে পারেন না।
আবার নেটিজেনের একাংশ বলছেন, সুশান্ত সিং রাজপুতের মামলার মধ্যে মহেশ ভাট যেভাবে জড়িয়ে গিয়েছেন সেই কারনেই এখন তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিতে চান না আলিয়া। তবে এখনও কাপুর বা ভাট পরিবারের তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি।
এর আগে শোনা গিয়েছিল করোনার প্রকোপ কমলে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া রণবীর। ডিসেম্বরের ১২ তারিখেই চার হাত এক হতে চলেছে দুজনের। তবে হালের ‘ডেস্টিনেশন ওয়েডিং’ ট্রেন্ডে গা ভাসানোর সুযোগ মিলবে না রণবীর আলিয়ার। সারা বিশ্বে করোনার বাড়াবাড়ির জন্য বিদেশ পাড়ি দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে।
জানা যায়, মুম্বইতেই বসতে চলেছে রণলিয়া জুটির রাজকীয় বিয়ের আসর। এর আগেই অবশ্য আলিয়া ঠিক করে ফেলেছিলেন তাঁর স্বপ্নের বিয়ের ডেস্টিনেশন। বিয়ের জন্য কাশ্মীরকেই পছন্দ করেছিলেন দুজনে। ‘রাজি’ ছবির শ্যুটিংয়ের জন্য বেশ কিছুদিন ভূস্বর্গে কাটিয়েছিলেন আলিয়া ভাট। তখনই কাশ্মীরের প্রেমে পড়ে যান তিনি। সিদ্ধান্ত নেন বিয়ে করলে কাশ্মীরেই করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই পরিকল্পনা আপাতত মুলতুবি রেখেছেন তিনি।
দু পরিবারের তরফেই ডিসেম্বরের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল আগেই। এখন করোনার জন্য প্রস্তুতিতে কিছুটা ভাঁটা পড়লেও বন্ধ হয়নি তোড়জোড়। প্রয়াত ঋষি কাপুরেরও রণবীরের বিয়ে নিয়ে উৎসাহের কমতি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ছেলের বিয়ে দেখে যেতে পারলেন না তিনি।