তবে কি আবার একসঙ্গে হলেন রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন!

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সম্পর্কে বিচ্ছেদ হয়েছে অনেকদিন আছেই। তারপর মাঝখানে চলে গেছে অনেক খানি সময়। আপাতত একে অপরে দুজনেই তাঁদের নতুন সম্পর্কে সুখী। তবুও যেন বারবার একে অপরের কাছে ফিরে আসেন তারা। তাই ফের একবার প্রাক্তন রণবীরের কাছাকাছি এলেন দিপ্পি।

হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে এবিষয়টি নিয়ে এক্কেবারেই অন্যকিছু ভাবার কারণ নেই। দীপিকা-রণবীর (কাপুর)-কে কাছাকাছি আনার সৌজন্য একটি বিজ্ঞাপন। সম্প্রতি, এক রং-এর সংস্থার বিজ্ঞাপনে দেখা গেল প্রাক্তন এই জুটিকে। বিজ্ঞাপনটি বানিয়েছেন পরিচালক বিবেক কক্কর। প্রসঙ্গত, দীপিকা ও রণবীর দুজনেই এই রং এর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিজ্ঞাপনে রণবীর ও দীপিকা দুজনেই পেন্টিং নিয়ে একে অপরকে ব্যাকটেরিয়া রাগাতে দেখা গেল। তবে এই প্রথম নয়, এর আগেও এই একই সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে রণবীর-দীপিকাকে।

https://www.instagram.com/p/B2GYMbJDVSF/?igshid=5o9tkg2dplbb

প্রসঙ্গত, সম্প্রতি তাদের একসঙ্গে দেখা যায় মধ্যরাতে পরিচালক লাভ রঞ্জনের বাড়ির সামনে। লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে জুটি বাঁধতে পারেন দীপিকা এবং রণবীর।

X