ফুটানিই সার, সবাই অশিক্ষিত! কাপুর পরিবারে একা রণবীরই টেনেটুনে দশম শ্রেণি পাশ করেছেন

   

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অভিজাত কাপুর পরিবার (Kapoor Family)। বংশানুক্রমে অভিনয় জগতে পা রেখে আসছেন তাঁরা। রীতিমতো সম্মান, সম্ভ্রম করা হয় কাপুর পরিবারের সদস‍্যদের। কিন্তু সর্বসমক্ষে নিজের খানদানেরই নাক কাটালেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। ফাঁস করে দিলেন, বাইরে থেকে ঝাঁ চকচকে কাপুর পরিবারের অন্দরে আসলে অশিক্ষার বাস।

রণবীর এখন ব‍্যস্ত ‘শামশেরা’ ছবির প্রচারে। সোশ‍্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ ডলি সিং এর সঙ্গে একটি মজার ভিডিও করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেই অভিনেতা জানান, কাপুর পরিবারে তিনিই প্রথম ছেলে যে দশম শ্রেণি পাশ করেছেন। বোর্ডের পরীক্ষায় ৫৩.৪ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। রণবীর বলেন, পরিবারের কারোরই কোনো আশা ছিল না। তাঁর ফলাফল দেখে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছিল।

8nxq2ptyhidfgnua.D.0.Ranbir Kapoor Bachchan Ae Dil Hai Mushkil Movie Stills 640x324 1
এর আগে কপিল শর্মা শোতে এসে নীতু কাপুরও জানিয়েছিলেন, কাপুর পরিবারের সদস‍্যদের বাইরে থেকেই সব ঔদ্ধত‍্য, কিন্তু ভেতর থেকে সবাই ‘লাল্লু’। মায়ের আচমকা এমন মন্তব‍্যে চমকে গেলেও পরিস্থিতি সামলানোর জন‍্য তাড়াতাড়ি ঋদ্ধিমা পাশ থেকে বলে উঠেছিলেন, “লাল্লু মানে কিন্তু মা নরম মনের বোঝাতে চেয়েছেন”।

প্রসঙ্গত, ১৮৭১ সালের প্রেক্ষাপটে শুরু হচ্ছে শামশেরার গল্প। ডাকাত হয়েও ব্রিটিশ রাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সে‌। কাঁধ ছাপানো ঝাঁকড়া চুল তার। তেজী ঘোড়া বশ মানে তার হাতের ইশারায়।

https://www.instagram.com/tv/Cfy3XzKly-g/?igshid=YmMyMTA2M2Y=

তারপরেই ট্রেলারে দেখা মেলে তরুণ রণবীরের। তিনি হলেন ‘নতুন শামশেরা’। বাবার সাহসিকতার গাথা এগিয়ে নিয়ে যাবে ছেলে। এই প্রথম দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীরকে।
রয়েছে বানী কাপুরের লাস‍্যময়ী নাচ আর দুর্দান্ত সব সিনেম‍্যাটিক দৃশ‍্য। রণবীর কাপুর নেই সোশ‍্যাল মিডিয়ায়। তাঁর হয়ে স্ত্রী আলিয়া ভাট শেয়ার করেছেন শামশেরার ট্রেলার। পরপর সব ছবি মুক্তি পাবে রণবীরের। পাশাপাশি আরো কিছু ছবির কাজ বাকি রয়ে গিয়েছে তাঁর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর