শুধু শরীরেই বেড়েছেন, আলিয়াকে ছাড়া একা একা বাথরুমে যেতে, খেতেও পারেন না ‘ধেড়ে বাচ্চা’ রণবীর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘ক‍্যাসানোভা’ বলে পরিচিত রণবীর কাপুর (Ranbir Kapoor)। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থাকার জন‍্য বহুবার আঙুল উঠেছে তাঁর দিকে। অবশেষে আলিয়া ভাটের (Alia Bhatt) কাছে এসেই থিতু হয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন রণবীর আলিয়া। চুটিয়ে প্রেম করার পর গত এপ্রিলে সেরেছেন বিয়ে। আর কয়েক মাস পর দুই থেকে তিনও হতে চলেছেন তাঁরা।

অতি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল রণবীর আলিয়ার। সেখানে অভিনেতার চুল ঠিক করে দিতে দেখা গিয়েছিল আলিয়াকে। কিন্তু ধাক্কা মেরে স্ত্রীর হাত সরিয়ে দেন রণবীর। ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন, তিনি কি স্ত্রীকে আদৌ ভালবাসেন?


এবার এক সাক্ষাৎকারে রণবীর দাবি করলেন, আলিয়াকে ছাড়া এক পাও নড়তে পারেন না তিনি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ইশার (আলিয়া) একটি সংলাপ রয়েছে যেখানে তাকে বলতে শোনা যায়, শিবা (রণবীর) তাকে ছাড়া অসম্পূর্ণ। বাস্তব জীবনেও কি তাঁরা একে অপরের উপরে নির্ভরশীল?

প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, “আমি খুব বড়াই করি যে আমি আত্মনির্ভর, উদাসীন। কিন্তু বাস্তবে আমি আলিয়ার উপরে খুব নির্ভরশীল। আলিয়া কোথায় তা না জানলে আমি বাথরুমেও যাই না, খাইও না। ওকে সবসময় আমার পাশে পাশে চাই। প্রেম করতে হবে না বা কথাও বলতে হবে না। শুধু আমার পাশে বসে থাকলেই হবে।”

স্বামীর কথা যে সত‍্যি তা স্বীকার করে আলিয়া জানান, তাঁকে ছাড়া রণবীর কিচ্ছু করতে পারেন না। তিনি কাছে না থাকলে সবকিছু শেষ মুহূর্তের জন‍্য ফেলে রাখেন অভিনেতা। ৪০ এ পা রাখতে চলেছেন রণবীর। কিন্তু শুধু দেহেই বেড়েছেন তিনি। আসলে মনে মনে এখনো পরনির্ভরশীল হয়েই রয়ে গিয়েছেন তিনি।

X