নিজেই সম্পূর্ণ করতে চেয়েছিলেন বাবার ছবি, ঋষির জীবনের শেষ কাজ নিয়ে আবেগঘন রণবীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিষ বছর বলিউড থেকে যে যে তারকাদের কেড়ে নিয়েছে তাদের মধ্যে একজন ঋষি কাপুর (Rishi Kapoor)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু তাঁর প্রয়াণ বড় দুর্যোগের মতোই আছড়ে পড়েছিল বলিউডে। বুকে পাথর চেপে স্বামীকে বিদায় দিয়েছিলেন নীতু কাপুর। ঋষির শেষকৃত্যে ছেলে রণবীরকে (Ranbir Kapoor) দেখে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। সেই ঋষি কাপুরের কেরিয়ারের শেষ ছবি এবার মুক্তি পেতে চলেছে।

আগামী ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে ‘শর্মাজি নমকিন’। এটাই ঋষির শেষ অভিনীত ছবি। তবে ছবিটি সম্পূর্ণ করে যেতে পারেননি তিনি। শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন ঋষি। কাজ অসমাপ্ত রেখেই বিদায় নেন অভিনেতা। ঋষি কাপুরের ফেলে যাওয়া ছবি শেষমেষ সম্পূর্ণ করল কে?


ছবি মুক্তির কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন প্রযোজক ফারহান আখতার। তাঁর সঙ্গে দেখা মিলল ঋষি পুত্র রণবীরেরও। ছবির সঙ্গে যুক্ত নানান অজানা কথা শেয়ার করেছেন দর্শকদের সঙ্গে। রণবীরই জানালেন, ছবিটির কাজ শেষ করতে প্রস্থেটিক নিয়ে বাবার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি।

ঋষি কাপুর যখন মারা যান তখনো ছবির অনেকটা অংশের শুটিং বাকি। শোকের মধ্যেও কাপুর পরিবারের সদস্যরা কথা দিয়েছিলেন যে ছবি শেষ করতে সব রকম সাহায্য করতে প্রস্তুত তাঁরা। প্রযোজক ফারহান প্রথমে ঠিক করেছিলেন যে ভিএফএক্স দিয়ে সম্পূর্ণ করা হবে ছবিটি। কিন্তু তা মনঃপূত হচ্ছিল না কারোরই। রণবীরও প্রস্থেটিক মেকআপের সাহায্যে ঋষির চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন।

তবে সেটা আর করতে হয়নি। কারণ শেষ মুহূর্তে এসে হাল ধরেন অভিনেতা পরেশ রাওয়াল। একই ছবির একটিই মুখ্য চরিত্রে দু দুজন অভিনেতা! ব্যাপারটা একেবারেই নতুন। পরেশ রাওয়ালের কাছেও বিষয়টা বেশ কঠিন ছিল। কিন্তু ছবিটা সম্পূর্ণ হয়েছে।

ভিডিওতে রণবীর আর্জি জানান, এই ছবিটি তাঁর কাছে খুব স্পেশ্যাল। বাবা ঋষি কাপুরের সবথেকে প্রিয় স্মৃতিগুলির মধ্যে এটি অন্যতম। দর্শকরা এতদিন ঋষিকে যে ভালবাসা, সম্মান দিয়েছেন, তাঁর জীবনের শেষ ছবিটাকেও ততটাই ভালবাসা দিন। এমনটাই অনুরোধ রণবীরের। ৩১ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘শর্মাজি নমকিন’।

X