অস্ত্রোপচারের জন‍্য হাসপাতালে ভর্তি হলেন রণদীপ হুডা, সোশ‍্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা (randeep hooda) ভর্তি হলেন হাসপাতালে। বুধবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালের বাইরে ক‍্যামেরাবন্দি হন অভিনেতা। ক‍্যামেরার দিকে তাকিয়ে হাত ও নাড়েন রণদীপ। সেই ছবি (photo) ভাইরাল (viral) হতেই শোরগোল ওঠে সোশ‍্যাল মিডিয়ায়।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, হাসপাতালে ভর্তি হয়েছেন রণদীপ হুডা। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানান, অস্ত্রোপচার হওয়ার কথা ছিল অভিনেতার। অস্ত্রোপচারের আগে তাঁর করোনা পরীক্ষাও করা হয়েছে।

https://www.instagram.com/p/CEWYZNbgHhu/?igshid=vycxljoz8pyy

দুর্ভাগ‍্যজনক ভাবে করোনা আবহে বেল কয়েকজন তারকাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ‍্যা সহ বচ্চন পরিবারের প্রায় সকলেই করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। তবে এখন সকলেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছেন। যোগ দিয়েছেন কাজেও।


সম্প্রতি ফুসফুসের ক‍্যানসার ধরা পড়েছে সঞ্জয় দত্তের। তিনিও কেমোথেরাপি করাচ্ছেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। খুব শীঘ্রই আমেরিকা উড়ে যাওয়ার কথা চলছে অভিনেতার।

প্রসঙ্গত, বলিউডের ফিটেস্ট অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম রণদীপ হুডা। সম্প্রতি গত ২০ অগাস্ট ৪৪ তম জন্মদিন পালন করেছেন তিনি। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে সাইকেলে বসে একটি ছবিও শেয়ার করেন অভিনেতা।

শেষবার হলিউড ছবি ‘এক্সট্র‍্যাকশন’এ দেখা গিয়েছিল রণদীপ হুডাকে। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন প্রখ‍্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। এরপর সলমন খানের ‘রাধে: রাধে দ‍্য মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে দেখা যাবে রণদীপকে। এছাড়া হলিউডের বেশ কয়েকটি ছবিতেও দেখা যেতে চলেছে তাঁকে।

সম্পর্কিত খবর

X