বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ের জন্য মানুষকে কতকিছুই না করতে হয়। পর্দায় একটি চরিত্রকে বাস্তবের মতো করে ফুটিয়ে তুলতে সমস্ত সীমা অতিক্রম করতে রাজি হয়ে যান অভিনেতা অভিনেত্রীরা। এমনি একজন অভিনেতা হলেন রণদীপ হুডা (Randeep Hooda)। ছবিতে নিজের চরিত্রটিকে পুঙ্খানুপুঙ্খ ভাবে ফুটিয়ে তুলতে নিজের সবটুকু উজাড় করে দেন তিনি। আসন্ন ছবি ‘স্বতন্ত্র বীর সাভারকর’ এর জন্যও তিনি যা কাণ্ড করেছেন তা দেখে রীতিমতো হাঁ হয়ে গিয়েছেন সকলে।
বিতর্কিত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে ছবি তৈরি হতে চলেছে বলিউডে। ছবির নাম ‘স্বতন্ত্র বীর সাভারকর’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণদীপ। বেশ কিছুদিন আগেই বীর সাভারকরের চরিত্রে তাঁর প্রথম লুক প্রকাশ্যে এসেছিল। এবার নিজের আরো একটি ছবি শেয়ার করলেন রণদীপ।
অভিনেতার ছবি দেখে চিনতে পারা মুশকিল। সবুজ গেঞ্জি, নীল প্যান্ট, চোখে সানগ্লাস আর মাথায় টুপি পরে ছবি তুলেছেন তিনি। ক্যাপশনে ইঙ্গিত দিয়েছেন, বীর সাভারকরের ছবির জন্যই প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। ছবি দেখে চোখ কপালে নেটনাগরিকদের। এমন লুক চেঞ্জ হল কীকরে রণদীপের?
এ বিষয়ে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, বীর সাভারকরের চরিত্রে অভিনয়ের জন্য মোট ১৮ কেজি ওজন কমিয়েছেন। রণদীপ বলেন, “আমি বংশগত ভাবে একজন স্পোর্টসম্যান। তাই এই ধরণের পরিবর্তন খুব সহজেই নিজের শরীরের সঙ্গে করতে পারি আমি। আমার মতে, নিজের শরীরকে সবসময় সক্রিয় রাখা উচিত। নিজের শরীরটাই আপনার একমাত্র যন্ত্র।”
গত মে মাসে বীর সাভারকরের ১৩৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছবির প্রথম মোশন পোস্টার, সেই সঙ্গে সাভারকর হিসাবে নিজের প্রথম লুক প্রকাশ্যে আনেন অভিনেতা। মাথায় সাভারকর টুপি, গোল ফ্রেমের চশমি এবং মোটা গোঁফ নিয়ে বিপ্লবীর ভূমিকায় ধরা দিয়েছিলেন রণদীপ। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর।
https://www.instagram.com/p/Ch9ZcsRBXHM/?igshid=YmMyMTA2M2Y=
মোশন পোস্টারটি শেয়ার করে তিনি লেখেন, ‘ভারতের স্বাধীনতা এবং আত্ম উপলব্ধির জন্য লড়াইয়ে অন্যতম বিস্মৃত বীরকে কুর্নিশ। আশা করি এমন একজন বাস্তবের বিপ্লবীর চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জটা আমি নিতে পারব আর তাঁর আসল কাহিনি সকলের সামনে তুলে আনতে পারব যা এতদিন ধামাচাপা পড়ে ছিল।’
https://www.instagram.com/reel/CeFw26gIzFm/?igshid=YmMyMTA2M2Y=
একাধারে লেখক, সমাজ সংষ্কারক এবং নামী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সাভারকর। ভারতে হিন্দুত্বের অন্যতম পথপ্রদর্শক হিসাবে ধরা হয় তাঁকে। কিন্তু বীর সাভারকরকে নিয়ে বিতর্ক বড় কম নেই। অনেকেই তাঁকে স্বাধীনতা সংগ্রামীর সম্মান দেন। আবার অনেকের কাছে তিনি শুধুই সাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী একজন মানুষ।
এর আগে ‘সরবজিৎ’ এর মতো ছবিতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন রণদীপ। ওজন কমিয়ে ভয়াবহ পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলেন শরীরকে। তাঁর পারফরম্যান্স এখনো চোখে লেগে রয়েছে দর্শকদের।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…