শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচারের শিকার, এখন নিজেই গা জ্বালানো খলনায়িকা ‘রাঙা বউ’ খ্যাত স্বর্ণকমল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলায় নতুন সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম ‘রাঙা বউ’ (Ranga Bou)। গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাসের ‘ত্রিনয়নী’ জুটি আবারো পর্দায় ফিরেছে এই সিরিয়ালের হাত ধরে। প্রোমো নিয়ে বেশ হাসাহাসি হলেও সিরিয়ালটি শুরু হতে কিন্তু মত বদলেছে দর্শকদের। এখন ভালোই টিআরপি উঠছে রাঙা বউয়ের। কুশ-পাখির জুটি মন জিতে নিয়েছে দর্শকদের।

আদ্যোপান্ত ফ্যামিলি ড্রামা রয়েছে রাঙা বউতে। গ্রামের মেয়ে অনাথ পাখির সঙ্গে বিয়ে হয়েছে শহরের ছেলে কুশের। তারও আবার ভুলে যাওয়ার রোগ। বাড়িতে তারও তেমন গুরুত্ব নেই। উপরন্তু পাখি বিয়ে করে আসার পর দুই জা-ই তাকে কোণঠাসা করার জন্য উঠেপড়ে লেগেছে। বিশেষ করে সোনাবউয়ের ষড়যন্ত্র দেখে যেন বিরক্ত দর্শকরা। এই চরিত্রে অভিনয় করছেন স্বর্ণকমল দত্ত (Swarnakamal Dutta)।

swarnakamal dutta

এর আগে ‘পিলু’ সিরিয়ালে ইতিবাচক, মজার একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু রাঙা বউতে তাঁর চরিত্রটি দেখে হতভম্ব দর্শকরা। এত কুটিল একটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? পর্দা আর বাস্তবটা যে একদম আলাদা তা আবারো বোঝা যায় অভিনেত্রীর কথাতেই।

এক সাক্ষাৎকারে স্বর্ণকমল বলেন, তাঁর খুব কষ্ট হয় এই ধরণের চরিত্রে অভিনয় করতে। শটের পরেই তাই বারবার পাখি ওরফে শ্রুতিকে জিজ্ঞাসা করেন তিনি, ‘খুব কষ্ট দিলাম তাই না?’ আসলে স্বর্ণকমল জানান, তিনি পর্দায় যে অভিনয়টা করছেন, বাস্তবে সেই একই আচরণ তাঁর সঙ্গে করা হয়েছিল। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে এক বিষ্ফোরক সত্যি প্রকাশ করেছেন অভিনেত্রী।

স্বর্ণকমল জানান, তাঁর অভিনয় কেরিয়ার যখন সাফল্যের শীর্ষে, একের পর এক ছবি মুক্তি পাচ্ছে বড়পর্দায়, ঠিক তখনি প্রেমে পড়ে বিয়ে করেন তিনি। বুঝতেই পারেননি শ্বশুরবাড়িতে এমন অত্যাচারের সম্মুখীন হতে হবে। শেষমেষ তিনি আলাদা হয়ে যেতে বাধ্য হন বলে জানান স্বর্ণকমল। স্বামীও পরে পরিবারের ভুলটা বুঝতে পেরে সরে আসেন। এখন স্বামী আর মেয়েকে নিয়ে সুখের সংসার স্বর্ণকমলের।

সম্পর্কিত খবর

X